অন্নদাতাদের সাথে বাংলা: কলকাতায় এআইকেএসসিসির ডাকা অবস্থান
vaa

দিল্লির কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সারা ভারত কৃষক সংঘর্ষ সমন্বয় কমিটির (AIKSCC) পশ্চিমবঙ্গ শাখার ডাকা তিনদিন ব্যাপি অবস্থানে ২০ জানুয়ারীর প্রথম দিনে যোগ দিলেন পশ্চিমবাংলার কৃষক জনগণ, অবস্থানে সংহতি জানাতে ছাত্র-যুব-মহিলা-শ্রমিক তথা বাংলার সর্ব স্তরের মানুষ সামিল হলেন। হুগলি, বর্ধমান, নদীয়া জেলার সারা ভারত কিষাণ মহাসভা ও আয়ারলার অন্তর্ভুক্ত ক্ষেতমজুর ও কৃষকেরা এই অবস্থানে যোগদান করেন। শিয়ালদহ ও হাওড়া থেকে আসা মিছিল ভরিয়ে তুলেছিল রাণী রাসমণি রোডের দুটি চ্যানেল। অবস্থান মঞ্চ থেকে বিজেপি সরকারের কৃষক বিরোধী আইনের বিরুদ্ধে ২৬ জানুয়ারী প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে প্রস্তাবিত ট্রাক্টর রয়্যালির দিনেই পশ্চিমবাংলাতেও ট্রাক্টর টিলার নিয়ে জেলায় জেলায় ক্ষেতমজুর ও কৃষকদের মিছিলের কর্মসূচী ঘোষিত হয়। কমরেড কার্তিক পাল, অমল হালদার সহ কৃষক নেতাদের নিয়ে গঠিত সভাপতিমন্ডলী অবস্থান স্থলে সভার কাজ পরিচালনা করেন। সারা ভারত কৃষাণ মহাসভার পক্ষ থেকে কমরেড তপন বটব্যাল বক্তব্য রাখেন, তিনি কৃষি ও কৃষকের সর্বনাশা তিনটি কৃষি আইন অবিলম্বে বাতিলের দাবির প্রতি পূর্ণ সহমত জ্ঞাপন করেন, মোদি সরকারের বিপর্যয়কারী নীতিমালার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান রাখেন। পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষক সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জয় কিষাণ আন্দোলনের নেতা যোগেন্দ্র যাদব এবং সারা ভারত কৃষক সভার সভাপতি অশোক ধাওয়ালে বক্তব্য রাখেন।

খণ্ড-28
সংখ্যা-3