খবরা-খবর
নাদনঘাটে গ্রাম সভা

৯ সেপ্টেম্বর নাদনঘাট গ্রাম পঞ্চায়েত এর তিন/চারটি  সাধারণ জনগণ, ইসলামপুরের গ্রামের চৌমাথার মোড়ে সভায় মিলিত হন। মহিলাদের সাথে পাড়ায় বৈঠক হয়। ১০টি মতো স্বনির্ভর গোষ্ঠী মিলিত হয়। এদের সাথে আমাদের প্রথম বৈঠক। তাদের মূল দাবি হল শ্রমের অর্থমূল্য বাড়াতে হবে। প্রথমে নিজেদের আয়ের জন্য গোষ্ঠী করেন। এখন মিড মিলের রান্না করানো হয়। ১০ বছর ধরে কাজ করে কিন্তু এখনো গড়ে একজন ৩০ টাকা পায়। সকলেই ইসলামপুরের গ্রামের বাসিন্দা। তারা তাদের দাবি নিয়ে ব্লকে যেতে চান। এদের মধ্যে অাছেন সিপিঅাই(এমএল) সমর্থক কয়েকজন। এখানে দীর্ঘদিন পাটির কাজ চলছে। কিন্তু এই প্রথম  তারাই আগ্রহের সাথে আসেন। ১০০ জন মতো এই স্বনির্ভর কাজের যুক্ত। বেশ ভালো উৎসাহ।

খণ্ড-26
সংখ্যা-28