খবরা-খবর
আশা কর্মীকে সংবর্ধনা হাওড়ায়
ass

হাওড়া জেলা সংগ্রামী আশা ইউনিয়ন ও হাওড়া জেলা এআইসিসিটিইউ-এর পক্ষ থেকে আশা কর্মী সোমা দাসকে সংবর্ধনা জানানো হয়। করোনা আক্রান্তদের যেভাবে সামাজিক অস্পৃশ্যতার শিকার হতে হচ্ছে চারিদিকে, আতঙ্ক ও ভীতির পরিবেশ তৈরি করে রাষ্ট্র যখন সামাজিক সংহতিকেই ভাঙতে উদ্যত সেই সময়ে হাওড়ার এক আশাকর্মী সোমা দাস করোনাকে হারিয়ে আবার তার স্বাভাবিক জীবনে ফিরলেন। ভারতের তথা বাংলার স্বাস্থ্য কাঠামোর অন্যতম ভিত এই আশা কর্মীরা। সামাজিক সংহতি দৃঢ় করার আহ্বান নিয়ে ও করোনাকে কেন্দ্র করে গড়ে ওঠা সামাজিক অস্পৃশ্যতার বিরুদ্ধে হাওড়ার পাঁচলা ব্লকের গাববেড়িয়া এলাকায় এই সংবর্ধনা কর্মসূচীতে আশা ইউনিয়নের পক্ষে শিখা গায়েন, রুপালী বাগ, কল্যাণী গোস্বামী, অঞ্জনা মন্ডল ছাড়াও এআইসিসিটিইউ-এর জেলা নেতা দেবব্রত ভক্ত ও রাজ্য সাধারণ সম্পাদক বাসুদেব বসু উপস্থিত ছিলেন। সংবর্ধনা সভা থেকে সিদ্ধান্ত হয় আগামী ৭ আগস্ট প্রকল্প শ্রমিকদের সাধারণ ধর্মঘটের সমর্থনে আশা কর্মীরা জেলার বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ কর্মসুচী পালন করবেন।

খণ্ড-27
সংখ্যা-27