অঞ্জলি চ্যাটার্জী স্মরণে
aaa

১৯৭৭ সালে অবিভক্ত বিহারে ধানবাদ জেলার নিরসা কয়লাঞ্চলে কমরেড গুরুদাস চ্যাটার্জীর দু-কামরার ছোট্ট কোয়ার্টারে বিপ্লবীদের প্রথম থেকেই আপন করে নিয়েছিলেন কমরেড অঞ্জলি চ্যাটার্জী। দীর্ঘ পর্ব জুড়ে হাসিমুখে অভ্যর্থনা জানিয়েছেন ও দেখভাল করেছেন। পুরুলিয়ার গ্রামে ৮/৯ বছর বয়সী কনিষ্ঠ পুত্রের অকাল মৃত্যুর পর সংকটের মধ্যেও আমাদের দূরে সরিয়ে দেননি। বিনোদ মিশ্র সহ অনেক নেতৃস্হানীয় কমরেডের নিয়মিত ও বিশ্বস্ত শেল্টার ছিল সেই কোয়ার্টার। ২০০০ সালে কমরেড গুরুদাস চ্যাটার্জীকে হত্যা করে রাজনৈতিক দুষ্কৃতিরা। সেই সময়ও কমরেড অঞ্জলি চ্যাটার্জি নিজেকে শান্ত রেখে সবদিক সামলেছেন। প্রচারের আলোয় আসা বিপ্লবী কর্মকাণ্ডের নেপথ্যে এরকম অনেক মহিলা কমরেডদের হাততালি-বিহীন ইতিহাস পার্টিকে এগিয়ে যেতে সাহায্য করেছে ও করে। কমরেড অঞ্জলি তাঁদেরই একজন। শত্তরোর্ধ কমরেড অঞ্জলি চ্যাটার্জী ক্যান্সারে আক্রান্ত হয়ে কলকাতা এসেছিলেন চিকিৎসা করাতে, টাটা ক্যান্সার হাসপাতালে গত ৩০ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। লাল সেলাম কমরেড অঞ্জলি।

- তরুণ সরকার 

খণ্ড-27
সংখ্যা-27