স্পেন পাস করাল নতুন জেন্ডার আইন

স্পেন সংসদের নিম্নকক্ষ এই আইনের অনুমোদন দিল যে এরপর থেকে ১৬ বছরের ঊর্ধ্বে যে কেউ তার আইনি জেন্ডারকে বদলাতে পারবে কোনো ধরনের মেডিকাল সুপারিশ ছাড়াই।

মধ্য-বাম জোট সরকারের পক্ষ থেকে যে আইন পাস করানো হল, তাতে বলা হয়েছে, ১৪ থেকে ১৬ বছরের মধ্যে কেউ যদি নিজের জেন্ডার বদলাতে চায়, তবে অভিভাবক বা আইনি অভিভাবকের অনুমোদন দরকার, আর ১২ থেকে ১৩ বছরের কেউ এই বদল ঘটাতে চাইলে বিচারপতির অনুমোদন নিতে হবে।

এই সিদ্ধান্ত নিঃসন্দেহে বিরাট উল্লম্ফন!

খণ্ড-29
সংখ্যা-50