প্রয়াত হলেন কমরেড অরুণ দাস (মেঘা)

Megha das passed away

megha das

নকশালবাড়ি রাজনীতির দীর্ঘদিনের সাথী, যাদবপুরের কমরেড অরুণ দাস (মেঘা) বিগত ৫ মার্চ দুপুর ১২.১০ মিনিটে ৭০ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন। একটানা প্রায় ১৬ দিন এমআর বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। ৭০ দশকে কমরেড আশু মজুমদারের নেতৃত্বে অনেক লড়াইয়ের সঙ্গী ছিলেন কমরেড মেঘা। ১৯৭২ সালে যাদবপুরের বাইরে পার্টি নেতৃত্বের সাথে যোগাযোগ করতে গিয়ে আরও দু'ই কমরেডের সঙ্গে গ্রেফতার হন। ১ বছরের কারাবাসের পরে মুক্তি পেয়ে আইপিএফ গঠন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হন। লিবারেশনের বিভিন্ন গণসংগঠন গঠনের প্রক্রিয়াতেও অগ্রণী ভুমিকা রাখেন। পার্টির গোপন অবস্থায় বহু নেতৃত্বের নিশ্চিত ও সুরক্ষিত শেল্টার ছিল কমরেড মেঘার বাড়ি। ইদানিং পার্টির দৈনন্দিন কাজের সঙ্গে যোগাযোগ ক্ষীণ থাকলেও লিবারেশনের প্রতি ছিল অগাধ আস্থা। তাঁর প্রয়াণের খবর পেয়ে যাদবপুর-ঢাকুরিয়া লোকাল কমিটির সম্পাদক বাবুন চ্যাটার্জি, ১০৪(১) ব্রাঞ্চের নেতৃত্ব প্রণব মুখোপাধ্যায়, দিলীপ ঘোষ সহ অন্যান্যরা রক্ত পতাকা দিয়ে কমরেডকে শেষ বিদায় জানান। কমরেড মেঘা লাল সেলাম। কমরেড মেঘা অমর রহে।

যাদবপুর-ঢাকুরিয়া লোকাল কমিটি

খণ্ড-30
সংখ্যা-5