খবরা-খবর
দ্বিতীয় দফায় ‘মেটা’ ছাঁটাই করল ১০,০০০ কর্মী
meta-laid-off-10000-workers-in-the-second-round

ফেসবুকের মূল ‘মেটা’ প্ল্যাটফর্ম ঘোষণা করল যে তারা ১০,০০০ কর্মীকে ছাঁটাই করবে। ঠিক চার মাস আগে এই সংস্থাটি ১১,০০০ কর্মীকে ছাঁটাই করে। স্বল্প সময়ের ব্যবধানে এটা হল তাদের দ্বিতীয় দফার গণছাঁটাইয়ের পদক্ষেপ।

জুকেরবার্গ ঘোষণা করেছে, ২০২৩ সাল তার কাছে ‘কর্মদক্ষতার বছর’ বলেই গণ্য হবে। এই লক্ষ্যে $৫ বিলিয়ন ব্যয় সংকোচ করবে তার সংস্থা।

বিপর্যস্থ অর্থনীতি ইতিমধ্যেই কর্পোরেট আমেরিকায় বিপুল পরিমাণে কর্মী ছাঁটাই করেছে। ওয়াল স্ট্রিট ব্যাঙ্ক যেমন গোল্ডম্যান স্যাক্স থেকে মর্গান স্ট্যানলে, অ্যামাজন থেকে শুরু করে মাইক্রোসফটের মতো সমস্ত রাঘববোয়াল বিগ টেক সংস্থা ২০২২’র শুরুতেই ২,৮০,০০০ কর্মীকে ছাঁটাই করেছে।

নিয়ম করে প্রায় প্রতিদিন চলছে গণছাঁটাইয়ের এই নির্মম খেলা।
(ইকনমিক টাইমস, ১৪ মার্চ ২০২৩)

খণ্ড-30
সংখ্যা-6