বিবৃতি
প্রেস বিজ্ঞপ্তি

statement
মমতা ব্যানার্জি সম্পর্কে, আইনজীবী ও নাগরিক আন্দোলনের শরিক কৌস্তভ বাগচির সংবাদমাধ্যমে চাউর করা সাম্প্রতিক বক্তব্য অত্যন্ত আপত্তিকর। রাজনীতির জগতে নারীর রাজনৈতিক মতাদর্শ ও পন্থা আলোচিত হওয়ার বদলে, ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করা, বিবাহ পূর্ববর্তী ও পরবর্তী জীবন সম্পর্কিত তথ্য ফাঁস করার হুমকি, মাতৃত্ব সংক্রান্ত টিপ্পনী, আদতে নীতি-পুলিশির প্রবণতা ও লিঙ্গ-ভিত্তিক বৈষম্য সম্পর্কে অসচেতনতার দিকনির্দেশ করে। এই ধরনের পিতৃতান্ত্রিক ঝোঁকের সমালোচনা না করে নিরবে মেনে নেওয়া, মহিলাদের রাজনৈতিক জগতে আসার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে বলে আমরা মনে করি। তাই আমরা দাবি করি রাজনৈতিক জগতে, নারীদের উপর নীতি-পুলিশি ও চরিত্রহনন করার উদ্দ্যেশ্যে এই ধরনের মন্তব্য অবিলম্বে বন্ধ হোক। রাজনৈতিক জগতের পুরুষালী আস্ফালন অবিলম্বে বন্ধ হোক। কৌস্তভ বাগচিকে অবিলম্বে ক্ষমা চাইতে হবে।

সারা ভারত প্রগতিশীল মহিলা সমিতি (AIPWA)

খণ্ড-30
সংখ্যা-5