খবরা-খবর
বদ্যিপুর পঞ্চায়েত ডেপুটেশন
bai

পুর্ব বর্ধমান জেলার কালনা ২নং ব্লকের বৈদ্যিপুর গ্রাম পঞ্চায়েতে ৭ জুলাই সিপিআই(এমএল) লিবারেশনের  উদ্যোগে গণডেপুটেশন সংগঠিত করা হল। এই পঞ্চায়েতে সিপিআই(এমএল) লিবারেশনের নেতৃত্বে এই প্রথম গণডেপুটেশন সংগঠিত করা হল। এই এলাকায় লকডাউনের মধ্যেই নতুন করে সংগঠন গড়ে উঠেছে। দাবি ছিল ১০০ দিনের কাজ, জবকার্ড, পানীয় জল ও রাস্তা সংস্কারের প্রশ্নে। শতাধিক মানুষ জমায়েত হয়েছিলেন মিছিল করে পঞ্চায়েত অফিসে। প্রধান মহাশয় দাবিগুলোর সাথে সহমত পোষণ করেন। দ্রুতই পাম্প বসানোর মাধ্যমেই জলের সমস্যার সমাধান করা হবে বলেন। রাস্তায় আপাতত ভ্যাটস্ ফেলে চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেবেন। জবকার্ড দিতে দেরী হলে আপাতত পরিবারের জবকার্ডের মাধ্যমেই কাজ দেওয়ার ব্যবস্থা করবেন। সিপিআই(এম-এল) লিবারেশনের জেলা কমিটির সদস্য প্রদ্যুত ঘোষের নেতৃত্বে ২ জন মহিলা সহ ৫ জনের প্রতিনিধি দল আলোচনায় অংশগ্রহণ করেন।

খণ্ড-27