খবরা-খবর
কমরেড গফ্ফর আলির স্মরণসভা

সম্প্রতি কলকাতায় প্রয়াত পার্টি সদস্য কমরেড গফ্ফর আালির স্মরণসভা অনুষ্ঠিত হল গত ৭ অক্টোবর পার্টির বেহালা লোকাল কমিটির পক্ষ থেকে ঠাকুরপুকুর সেনপল্লীতে। প্রয়াত কমরেডের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে সভার বক্তব্য শুরু হয়। প্রথমে বক্তব্য রাখেন পার্টির রাজ্য কমিটির সদস্য বাসুদেব বসু। তিনি বলেন, কমরেড গফ্ফর আলি পার্টির পুনর্গঠনের সময় থেকে কাজ করে আসছেন। বিশেষ করে তাঁর ভূমিকা ছিল সাম্প্রদায়িকতা বিরোধী প্রচার আন্দোলনে, হকার উচ্ছেদ বিরোধী আন্দোলনে। তারপরে বলেন পার্টির কলকাতা জেলা কমিটি সদস্য তরুণ সরকার। তিনি প্রয়াত কমরেডের কর্মজীবন থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়ার কথা বলেন। স্মৃতিচারণ করে বেহালা লোকাল কমিটি সদস্য মিথিলেশ সিং প্রয়াত কমরেডের স্বপ্ন পূরণের লক্ষ্যে কাজে অবিচল থাকার কথা বলেন। পার্টির লোকাল নেত্রী শুক্লা সেন প্রয়াত কমরেডের সরলতা, একনিষ্ঠতা ও বিনয়ের গুণাবলী উল্লেখ করেন। লোকাল কমিটি সদস্য গোবিন্দ মান্না কমরেড গফ্ফরের সাথে ‘৮০-র দশক থেকে কাজের স্মৃতিকথা বলেন। বেহালা লোকাল কমিটি সম্পাদক সৈকত ভট্টাচার্য বিশেষত সিঙ্গুর আন্দোলনের প্রতি কমরেড গফ্ফরের শ্রেণীদৃষ্টিভঙ্গীর উল্লেখ করেন। স্মরণসভার সঞ্চালক জেলা কমিটি সদস্য ধীরেশ গোস্বামী কমরেড গফ্ফর আালির দীর্ঘ রাজনৈতিক জীবনে ঠাকুরপুকুর অঞ্চলে পার্টি সংগঠন গড়ে তোলা, বাবরি মসজিদ ধ্বংসের সময়ে সম্প্রদায়গত মৈত্রী-শান্তি-ঐক্য বজায় রাখা, অপারেশন সানশাইনের বিরুদ্ধে আন্দোলনে দৃঢ়ভাবে দাঁড়ানো, হকার আন্দোলন গড়ে তোলা ও ইউনিয়ন গড়তে সক্রিয় ভূমিকা নেন। সভা থেকে সবশেষে ঠাকুরপুকুর অঞ্চলে সাম্প্রদায়িক ফ্যাসিবাদ বিরোধী, বিজেপি বিরোধী প্রচার কর্মসূচী ঘোষণা ও আন্তর্জাতিক সঙ্গীত গেয়ে স্মরণসভা শেষ হয়।

খণ্ড-25
সংখ্যা-32