খবরা-খবর
গণপ্রহারে কমরেড জাফর খানের হত্যায় রাজস্থান সরকারের ভুয়ো তদন্তকে সিপিআই(এমএল) ধিক্কার জানাচ্ছে

হৃদরোগে আক্রান্ত হয়ে কমরেড জাফর খানের মৃত্যু হয়েছে বলে দাবি করে রাজস্থান সরকার কমরেড জাফর খানের হত্যার ঘটনাকে যে ধামাচাপা দিতে চাইছে, সিপিআই(এমএল) তাকে তীব্র ধিক্কার জানাচ্ছে। মহিলারা যখন খোলা জায়গায় মলত্যাগ করছিলেন, পুরসভার কমিশনার অশোক জৈনের নেতৃত্বে পুরসভার কর্মীরা তাদের হেনস্থা ও অবমাননা ঘটায়। স্বচ্ছ ভারত অভিযানের নামে তারা মহিলাদের ছবি তুলতে ও ভিডিও করতে থাকে। কমরেড জাফর মহিলাদের সমর্থনে এগিয়ে আসেন এবং পুরসভার কর্মীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। রাজস্থানে গণপ্রহারে মৃত্যুর অন্যান্য ঘটনার মতই কমরেড জাফরের ক্ষেত্রেও রাষ্ট্রযন্ত্র গণপ্রহারে যুক্ত উচ্ছৃঙ্খল জনতাকে সমর্থন করতেই ব্যাগ্র। সিপিআই(এমএল) পুনরায় দাবি জানাচ্ছে যে—কমরেড জাফরের হত্যার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করতে হবে এবং খুনে জনতাকে যিনি নেতৃত্ব দিয়েছিলেন পুরসভার সেই কমিশনার সহ হত্যায় যুক্ত পুরসভার সমস্ত কর্মীকে গ্রেপ্তার করতে হবে।

খণ্ড-25
সংখ্যা-29