খবরা-খবর
বিরুদ্ধ মত ও বামপন্থী কণ্ঠকে স্তব্ধ করে দিতে ডেইলি দেশের কথা-র প্রকাশনা বন্ধ করে দিল বিজেপি সরকার

সিপিআই(এম এল) ত্রিপুরা রাজ্য সম্পাদক পার্থ কর্মকার ২ অক্টোবর এক প্রেস বিবৃতিতে বলেন, ১৯৭৯ থেকে দীর্ঘ ৪০ বছর ধরে প্রকাশিত নিয়মিত দৈনিক সিপিআই(এম), ত্রিপুরা রাজ্য কমিটির মুখপত্র ''ডেইলি দেশের কথা''র প্রকাশনা বন্ধ করে দিল রাজ্য বিজেপি সরকারের জেলা প্রশাসন। পত্রিকার সম্পাদক, মালিকানা, প্রিন্টিং ও প্রকাশনা পরিবর্তন সংক্রান্ত আইনি জটিলতার অজুহাতে উপযুক্ত সময় ও সুযোগ না দিয়ে আরএনআই রেজিস্ট্রেশন বাতিল করল পশ্চিম ত্রিপুরা জেলা শাসক। যা রাজ্যের গণতন্ত্রকে আরও একবার হত্যা করা এবং গণতন্ত্রের সেফ‌টি ভাল্ব তথা বিরুদ্ধ মতকে নির্মূল করার ষড়যন্ত্রের অঙ্গ বলে মনে করে সিপিআই(এম এল) ত্রিপুরা রাজ্য কমিটি। এই ঘটনাকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদপত্রের স্বাধীনতার উপর আঘাত বলে নিন্দা জানায় সিপিআই(এম এল)। এর ফলে রাজ্যে বিরোধী বামপন্থী কণ্ঠ ও গণতন্ত্রকে দুর্বল করে দিয়ে বিজেপির স্বৈরাচারী কন্ঠকে শক্তিশালী করা হল। পূর্বে সপ্তম বামফ্রন্ট সরকারের শাসনকালে একটি সংবাদপত্র প্রতিবাদী কলম এবং একটি নিউজ চ্যানেলের প্রকাশনা অনেকটা একই ধরনের অজুহাতে বন্ধ করে দেওয়া হয়েছিল। যার বিরুদ্ধে তখনও আমরা প্রতিবাদে সোচ্চার হয়েছিলাম। সিপিআই(এম এল) সংবিধান প্রদত্ত মত প্রকাশের স্বাধীনতা সহ সংবাদ জগৎ ও সংবাদ কর্মীর মুক্ত অধিকার ও স্বাধীনতায় বিশ্বাস করে। তাই সংবাদপত্র ও সংবাদ জগতের স্বাধীনতার উপর এই হামলার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হতে গণতন্ত্র প্রিয় মানুষের কাছে আবেদন করছি। গণতন্ত্র পুনরুদ্ধার করার সংগ্রামে সামিল হতে আহ্বান জানাচ্ছি।

খণ্ড-25
সংখ্যা-31