খবরা-খবর
সরকারী বঞ্চনার বিরুদ্ধে, অধিকার ও মর্যাদার দাবীতে মিড-ডে-মিল রন্ধনকর্মীদের বিক্ষোভ সমাবেশ

২৬ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সংগ্রামী মিড-ডে-মিল (রন্ধনকর্মী) ইউনিয়ানের পক্ষ থেকে এক রাজ্য সমাবেশ আয়োজিত হয় শিয়ালদা স্টেশন চত্বরে। দীর্ঘ বছর ধরে সরকারী বিদ্যালয়গুলিতে মিড ডে মিল প্রকল্পে কর্মরত রন্ধনকর্মীরা নামমাত্র পারিশ্রমিকের বিনিময়ে ছাত্রছাত্রীদের রান্না করে খাইয়ে আসছেন। কিন্তু এই মূল্যবৃদ্ধির বাজারেও এদের জন্য বরাদ্দ সামান্য যে অর্থ (১৫০০ টাকা), তার কোনো বৃদ্ধি নেই। না আছে এদের পারিশ্রমিকের জন্য সম্মানজনক অর্থ বরাদ্দ, না আছে উৎসবকালীন সবেতন ছুটি, এমনকি পিএফ, ইএসআই, বোনাস ইত্যাদি পাওযার কোনো সুযোগ ও এদের নেই। কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পে কর্মরত কর্মীদের সুযোগ সুবিধা দেওয়ার ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্য সরকারই সম্পূর্ণ নির্লিপ্ত। সরকারী বঞ্চনার বিরুদ্ধে, নিজেদের অধিকার ও মর্যাদার দাবীতে মিড ডে মিল প্রকল্পের তিনশতাধিক রন্ধনকর্মী ২৬ শে সেপ্টেম্বর বিজেপির ডাকা সাম্প্রদায়িক‍ উদ্দেশ্য প্রণোদিত বনধকে প্রত্যাখ্যান করে, সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে বিভিন্ন জেলা থেকে এই সমাবেশে উপস্থিত হন। সমাবেশে বক্তব্য রাখেন মিড ডে মিল ইউনিয়ানে কর্মরত রাজ্য নেতৃত্ব ও বিভিন্ন জেলার রন্ধনকর্মীরা। সভা পরিচালনা করেন মিড ডে মিল ইউনিয়ানের রাজ্য সভানেত্রী।

সমাবেশ থেকে দাবী ওঠে—
* মিড ডে মিলের কর্মীদের স্থায়ীকরন
* ভাতা নয় মাসে ১৮০০০ টাকা ন্যুনতম মজুরি
* ১০ মাসের নয়, ১২ মাসের বেতন ও উৎসবকালীন বোনাস
* পিএফ, ইএসআই ও পেনশন
* ছাত্র ছাত্রীদের খাদ্যের জন্য বরাদ্দ অর্থ বৃদ্ধি ঘটিয়ে ন্যূনতম ১০টাকা করা
* বিদ্যালয়গুলিতে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা
* মিড ডে প্রকল্পের কাজ কোনভাবেই এন জি ও র হাতে দেওয়া চলবে না।

এই সভা থেকে ঘোষণা করা হয় আগামী ১ লা অক্টোবর একটি প্রতিনিধি দল রাজ্য শিক্ষামন্ত্রীর কাছে এই দাবীসনদ পেশ করবে।

খণ্ড-25
সংখ্যা-29