সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির মুর্শিদাবাদ জেলা সম্মেলন

গত ৭ অক্টোবর খড়গ্রাম ব্লকের নগরে বিডিও অফিসের রবীন্দ্র ভবন হলে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির মুর্শিদাবাদ জেলার ৪র্থ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শুরু হয় শহীদ স্মরণ অনুষ্ঠান এর মধ্যে দিয়ে। প্রথমে পতাকা উত্তোলন করেন বর্ষীয়ান কেলাই গ্রামের কমরেড জাকির সেখ। তারপর মাল্য দান করে নিরবতা পালন করা হয়। ৫ জনের সভাপতি মন্ডলী নির্বাচনের মধ্যে দিয়ে সম্মেলন শুরু হয়। প্রথমে পর্যবেক্ষক সজল পাল বক্তব্য রাখেন। গণসঙ্গীত পরিবেশন করেন মালেক সেখ ও ভিকু সেখ। প্রতিবেদন পাঠ করেন হাসান সেখ। প্রতিবেদনের উপর বক্তব্য রাখেন ১৫ জন প্রতিনিধি। প্রতিনিধিরা বক্তব্যে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূলের সন্ত্রাসের মোকাবিলা করে সংগঠনের বিস্তার ও আন্দোলন শক্তিশালী করার প্রশ্নে বিভিন্ন অভিজ্ঞতা ও সমস্যা তুলে ধরেন এবং নেতৃবৃন্দের সমালোচনা করেন। বিশেষ করে গত পঞ্চায়েত নির্বাচনের সময় সন্ত্রাস মোকাবিলা করার অভিজ্ঞতা ও দুর্বলতা তুলে ধরে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম তোলার দাবিতে আন্দোলনের অভিজ্ঞতা তুলে ধরেন। বিভিন্ন বক্তা সন্ত্রাস মোকাবিলায় সাহসী পদক্ষেপ নেওয়ার কথা বলে। সম্মেলনে ১৩২ জন প্রতিনিধি উপস্থিত ছিলেন। জবাবী ভাষণ দেন বিদায়ী সম্পাদক হায়দার সেখ। বক্তব্য রাখেন সিপিআই(এম এল)-এর জেলা সম্পাদক রাজীব রায়। ১৩ জনের জেলা কমিটি নির্বাচিত হন। সম্পাদক ও সভাপতি যথাক্রমে হাসান সেখ ও সানাউল্লা সেখ নির্বাচিত হন। তারপর আবার গণসঙ্গীত এর মধ্যে দিয়ে সম্মেলন সমাপ্ত হয়। উল্লেখ্য এই সম্মেলনে ২০ জন মহিলা কমরেড উপস্থিত ছিলেন।

খণ্ড-25
সংখ্যা-32