খবরা-খবর
নবদ্বীপে উচ্ছেদের বিরুদ্ধে মানুষ আন্দোলনের পথে

নদীয়া জেলার নবদ্বীপ শহরের দক্ষিণ প্রান্ত দিয়ে ভারতীয় রেল প্রশাসন গঙ্গা নদীর উপর দিয়ে একটি রেল ব্রীজের কাজ সম্পূর্ণ করেছে। এখন নবদ্বীপধাম স্টেশনের সাথে রেলপথকে যুক্ত করতে লাগোয়া মহিশুড়া পঞ্চায়েত এলাকায় জমি অধিগ্রহণের জন্য নোটিস জারি করা হয়েছে। যে কারণে ১৪৭টি পরিবারের চোখের ঘুম ছুটে গেছে, কেননা এই পরিবারগুলি বংশপরম্পরায় ওখানেই বসবাস করে আসছে। ভিটে মাটি থেকে উচ্ছেদের হামলার মুখে ওরা স্থানীয় তৃণমূল বিধায়কের কাছে যায়। বিধায়ক রেলের পক্ষ নিয়ে জানায়, উন্নয়নের স্বার্থে জমি ছেড়ে দিতেই হবে। এ কথা শুনে মানুষ হতবাক হয়ে যায়। তখন ঐ এলাকার মানুষেরা সিপিএম নেতাদের কাছে যায়, তারাও জানায় কিছু করা যাবে না। এই পরিস্থিতিতে সিপিআই(এমএল)-এর এক প্রতিনিধিদল ঐ এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে। জনগণ জানায় রেল লাইন হোক তাদের আপত্তি নেই, তবে বাসস্থান এলাকা বাদ দিয়ে পার্শ্ববর্তী জমির উপর দিয়ে হোক। সেই জমির ব্যবস্থা তারা নিজেরাই করে দেবে। এই পরিস্থিতিতে আক্রান্ত মানুষেরা সংঘবদ্ধ হচ্ছেন তাদের দাবি নিয়ে আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে। পার্টি তাদের পাশে দৃঢ়ভাবে আছে বলে জানিয়েছে।

খণ্ড-25
সংখ্যা-35