খবরা-খবর
পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে শিলিগুড়িতে বিক্ষোভ

বিজেপি সরকারের ভ্রান্ত আর্থিক নীতির দরুন পেট্রল, ডিজেল, কেরোসিন ও রান্নার গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ২ নভেম্বর শিলিগুড়ি শহরের এয়ারভিউ মোড় সংলগ্ন হাওড়া মোটর সার্ভিস স্টেশনের সামনে বামপন্থী দলসমূহের পক্ষ থেকে এক অবস্থান-বিক্ষোভ কর্মসূচী সংগঠিত হয়। দুপুর একটা থেকে বিকেল চারটে অবধি চলতে থাকা এই বিক্ষোভ কর্মসূচীতে সভাপতিমন্ডলীতে ছিলেন সিপিএমের জেলা সম্পাদক জীবেশ সরকার, সিপিআই-এর প্রশান্ত বক্সী এবং সিপিআই(এমএল)-এর জেলা কমিটি সদস্য মোজাম্মেল হক্। বক্তব্য রাখেন পুলক গাঙ্গুলি, লক্ষ্মী মাহাতো, মুন্সী নুরুল ইসলাম, সমন পাঠক, জীবেশ সরকার প্রমুখ। অন্যান্যদের মধ্যে সিপিআই(এমএল)-এর পক্ষে উপস্থিত ছিলেন মীরা চতুর্বেদী, পৈসাঞ্জু সিংহ, শরৎ সিংহ, অপু চতুর্বেদী প্রমুখ।

এই কর্মসূচীতে সমস্ত বক্তারাই দ্ব্যর্থহীন ভাষায় আসামে বিজেপি আশ্রিত খুনিবাহিনী সংঘটিত গণহত্যার তীব্র নিন্দা করেন এবং হত্যাকারীদের কঠোর শাস্তি দাবি করেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে মুখ্যমন্ত্রীর শিলিগুড়িতে অবস্থানের অজুহাত দেখিয়ে পুলিশ প্রশাসন পূর্বনির্দিষ্ট দিনে সমাবেশের অনুমতি দিতে অস্বীকার করে।

খণ্ড-25
সংখ্যা-34