আবেদন
সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির জাতীয় সম্মেলন সফল করুন

আগামী ১৯-২০ নভেম্বর বিহারের জাহানাবাদ শহরে আয়ারলার ৬ষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। বিগত পঞ্চম জাতীয় সম্মেলন ভুবনেশ্বর শহরে অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনে বিজেপি সরকারের সাম্প্রদায়িক ফ্যাসিবাদী রাজনীতির মোকাবিলা করে সংগঠনের বিস্তার ও আন্দোলন শক্তিশালী করার প্রশ্নে জোর দেওয়া হয়। গ্রামাঞ্চলে কৃষি সংকটের ফলে কৃষিতে কাজ না পেয়ে ব্যাপক মাত্রায় গ্রামীণ মজুরদের জীবন-জীবিকার জন্য বিভিন্ন পেশায় দিনমজুর এর কাজ করতে হচ্ছে। এবং কাজের সন্ধানে বিভিন্ন জেলা, রাজ্য এবং বিভিন্ন দেশে চলে যেতে হচ্ছে। তাই গ্রামীণ সমস্ত ধরনের শ্রমজীবি মানুষের জীবন জীবিকার লড়াইকে শক্তিশালী করতে এবং গ্রামীণ মজুরদের ঐক্যবদ্ধ করে গ্রামীণ সর্বহারা হিসেবে সংগঠিত করার লক্ষ্যে সংগঠনের নাম পরিবর্তন করে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতি নাম ঠিক করা হয়। আর বর্তমান জাতীয় সম্মেলন হবে কর্পোরেট ফ্যাসিবাদী হামলা মোকাবিলা করে মোদী হঠাও কেন্দ্রীয় শ্লোগান এর ভিত্তিতে এবং গ্রামীণ শ্রমজীবি জনগণের আন্দোলন, সংগ্রাম ও সংগঠন গড়ে তোলার অভিজ্ঞতার আলোকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য সামনে রেখে। দেশজুড়ে সদস্য সংগ্রহ অভিযান চলছে লক্ষ্য ২২লক্ষ সদস্য সংগ্রহ করা। পশ্চিমবঙ্গে এক লক্ষ কুড়ি হাজার সদস্য করতে হবে। এখনও পর্যন্ত এক লক্ষের কাছাকাছি সদস্য সংগ্রহ হয়েছে। ১৪টি জেলা থেকে প্রতিনিধি অংশ গ্রহণ করবেন। সম্মেলনকে ধরে প্রচার চলছে। দেওয়াল লিখন পোষ্টার ও লিফলেটের মাধ্যমে প্রচার করা হচ্ছে। তিনটি জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কিছু ব্লক সম্মেলন হয়েছে। জেলা সম্মেলন ও ব্লক সম্মেলন এবং পঞ্চায়েত সম্মেলন করতে হবে। জাতীয় সম্মেলনের পরে ডিসেম্বর মাসে রাজ্য সম্মেলন করা হবে।

আমাদের দাবি --

১। জমি জীবিকা বাসস্থান শিক্ষা স্বাস্থ্যের অধিকারের জন্য সংগ্রাম করুন। আদানী-আম্বানিদের স্বার্থরক্ষাকারী মোদী সরকারের বিরোধীতা করুন।
২। ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করুন। জনগণের ভারত গড়ে তুলুন।
৩। সকলের জন্য কাজ খাদ্য ও পেনশন নিশ্চিত করতে হবে।
৪। ১০০ দিনের কাজ সহ সমস্ত কাজে গ্রামীণ মজুরদের জন্য দৈনিক ন্যূনতম মজুরি ৫০০ টাকা করতে হবে।
৫। গ্রামীণ গরিবদের সমস্ত ধরনের ঋণ থেকে অব্যাহতি দিতে হবে।
৬। ২০০৬ সালের বন আইন কার্যকর করে আদিবাসীদের বনের অধিকার নিশ্চিত করতে হবে।
৭। বাস্তুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
৮। ভুমিহীন ও গৃহহীনদের নাম সরকারি নথিভুক্ত করতে হবে।
৯। শিক্ষা স্বাস্থ্য ও জলকে বেসরকারীকরণ চলবে না।
১০। পঞ্চায়েতের ক্ষমতা কমানোর চেষ্টা বন্ধ করে পেসা (পিএএসএ) এবং গ্রাম সভা ব্যবস্থা কার্য্যকরী করতে হবে।

খণ্ড-25
সংখ্যা-35