শোক সংবাদ
চলে গেলেন পার্টি সমর্থক কমরেড বাসুদেব দাস

ডিসেম্বর গভীর রাতে আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বালি এলাকার আজীবন পার্টি সমর্থক কমরেড বাসুদেব দাস। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭১ বছর। জোড়া অশ্বত্থতলা বিদ্যালয়ে পড়ার সময় ৬৩-৬৪ সাল থেকেই কমরেড রঘুপতি গাঙ্গুলী, সরোজাক্ষ মজুমদারদের সাথেই বামপন্থী ছাত্র আন্দোলনে হাতেখড়ি হয়। ৬৭ সালে উত্তরপাড়া প্যারিমোহন কলেজে পুলিশ এবং কংগ্রেসি গুন্ডা বাহিনীর আক্রমণের বিরুদ্ধে আশেপাশের এলাকাতেও ছাত্র-যুবরা সংগঠিত হতে থাকে। সেই সময়েই বালি পঞ্চানন তলা থেকে কমরেড রঘুপতি গাঙ্গুলীকে পুলিশ গেপ্তার করলে গোটা বালিজুড়ে ছাত্র আন্দোলন এবং বিক্ষোভ ছড়িয়ে পড়ে, আর এই আন্দোলনে অন্যতম নেতা ছিলেন কমরেড বাসুদেব দাস। সেই সময়েই বসন্তের বজ্রনির্ঘোষের ডাকে সাড়া দিয়ে এ আই সি সি সি আর-এর আন্দোলনে যুক্ত হন কমরেড বাসুদেব দাস। ৬৯ সালে সিপিআই(এমএল) পার্টি গঠিত হওয়ার পর তার জন্মলগ্ন থেকেই সক্রিয় পার্টি কর্মী হিসেবে বালি এলাকায় বিশেষত ছাত্র-যুবদের সংগঠিত করার কাজে মনোনিবেশ করেন বাসুদেব। তার কন্ঠের জ্বালাময়ী স্লোগান সেইসময় বালি এলাকার মানুষের কাছে ছিলো আকর্ষণীয়। ৭০ দশকের প্রথম দিকে একবার গ্রেপ্তার হন তিনি, আবার জরুরী অবস্থার সময় তাকে পুলিশ গ্রেপ্তার করে। মুক্তি পাওয়ার পর তিনি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিলেও, আজীবন নিজের রাজনৈতিক মতাদর্শে ছিলেন অবিচল। কোন অন্য সংগঠনে তিনি যাননি, সারাজীবন ছিলেন পার্টির সমর্থক; পার্টির বিভিন্ন প্রয়োজনে বারংবার সাড়া দিয়েছেন। তার মৃত্যু গোটা পার্টির কাছে অপূরণীয় ক্ষতি। তার মৃত্যুর সংবাদ পেয়েই তার বাড়ি যান পার্টি নেতৃত্ব। মরদেহে মালা দেন রঘুপতি। তার পরিবারের প্রতি রইলো সমবেদনা।

খণ্ড-25
সংখ্যা-37