খবরা-খবর
টুকর‍ো খবর

কৃষকদের পাশে ছাত্র-ছাত্রীরা

দিল্লিতে চলা কৃষক মুক্তি যাত্রার সমর্থনে এবং পশ্চিমবঙ্গে বিজেপির দাঙ্গা সৃষ্টিকারী রথযাত্রার বিরুদ্ধে আইসা প:বঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে ৩০ নভেম্বর একটি সভা হয় যাদবপুর এইট বি’র বাসস্ট্যাণ্ডের কাছে। কৃষকদের ফলসের নায্যমূল্য, তাদের ঋণ মকুব, কর্পোরেটদের দ্বারা জমি গ্রাসের বিরুদ্ধে আওয়াজ ওঠে সভা থেকে। বক্তারা সোচ্চার ছিলেন এই রাজ্যে বিজেপি’র দাঙ্গা লাগানোর চক্রান্তের রথযাত্রার বিরুদ্ধেও। সভায় বক্তব্য রাখেন ঐশিক, সৌরভ, রেজা, দেবারতি, অভিজিৎ এবং নীলাশিস। সভা সঞ্চালনা করেন অন্বেষা।


৮-৯ জানুয়ারির ধর্মঘটের সপক্ষে রায়গঞ্জে প্রচার

৮-৯ জানুয়ারি সারা ভারত ধর্মঘটের সমর্থনে প্রচার সূচি পালিত হল রায়গঞ্জ রেল স্টেশনের পাশে। দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের ডাকে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এখানে বক্তব্য রাখেন। এআইসিসিটিইউ-র পক্ষে বক্তব্য রাখেন গণেশ সরকার, সভাপতিমন্ডলীতে ছিলেন ব্রজেন সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন রমানাথ দাস, তাপস দাস, সুনীল দাস, দুলাল পাল, গোবিন্দ পাল সহ অন্যান্যরা।

খণ্ড-25
সংখ্যা-36