খবরা-খবর
পুর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকে তৃণমূলের হামলার প্রতিবাদে মিছিল ও সভা

গত অক্টোবরের গোড়ায় পুর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুসুমগ্রাম পঞ্চায়েতের কুলুট গ্রামের সিপিআই(এমএল)-এর পুর্ব বর্ধমান জেলা কমিটি সদস্য ও সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির জেলা সম্পাদক আনসারুল আমান মন্ডলের বাড়িতে তৃণমূলের মস্তান বাহিনী রাত আনুমানিক ১২টার সময় সশস্ত্র হামলা চালায়। বাড়ির প্রাচীর টপকে বাড়িতে ঢুকে এবং থাকার ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে তাঁর স্ত্রী ও ৫ বছরের কন্যা সন্তানকে ঘর থেকে বের করে দিয়ে ঘরে তছনছ করে। পাশের ঘরে থাকা বৃদ্ধা ৯০ বছর বয়সী অসুস্থ শয্যাসায়ী মায়ের ঘরে ঢুকে বিছানা কাপড় লন্ডভন্ড করে যায়। গালাগালি ও হুমকি দিয়ে যায়। সেইদিন আনসারুল আমান মন্ডল বাড়ি ছিল না। ঘটনার পর পার্টির জেলা সম্পাদক সলিল দত্তের নেতৃত্বে একটি টিম আনসারুল আমান মন্ডলের বাড়িতে দেখা করতে যান এবং থানায় গিয়ে প্রতিবাদ করেন, লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকায় একটি প্রতিবাদ সভা করার অনুমতি চাওয়া হয়। কিন্তু থানার অফিসার আইন শৃঙ্খলার অজুহাতে অনুমতি দিতে অস্বীকার করেন। শেষে ১৫ নভেম্বর কুলুট গ্রামে মিছিল করে ৩ কিলোমিটার রাস্তা পরিক্রমা করে কুসুমগ্রাম বাজার ঘুরে সভা করা হয়। মন্তেশ্বর ব্লকে বর্তমানে তৃণমূলের রাজত্বে আইন, প্রশাসন, রাজনীতি সবই নিয়ন্ত্রণ করে মস্তান ও তোলাবাজদের বাহিনী। তারা প্রকাশ্য রাজপথে আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়। সিপিআই(এমএল)-এর প্রতিবাদী মিছিল এসবের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলে। যা এলাকায় ভালো প্রভাব ফেলে। অনেকই মিছিলকে অভিনন্দন জানিয়েছে। মিছিল ছিল লাল ঝান্ডায় সুসজ্জিত। সভায় বক্তব্য রাখেন সিপিআই(এমএল) নেতা মনসুর মন্ডল, আনসারুল আমান মন্ডল, মীনা পাল। সভা পরিচালনা করেন জেলা সম্পাদক সলিল দত্ত।

খণ্ড-25
সংখ্যা-36