খবরা-খবর
বগোদরে ইনসাফ মঞ্চের কনভেনশন

সাংবিধানিক অধিকারের উপর বিজেপি সরকারগুলোর ক্রমবর্ধমান প্রত্যক্ষ এবং পরোক্ষ আক্রমণের পরিপ্রেক্ষিতে গত ২২ নভেম্বর বগোদরের শহীদ মহেন্দ্র সিং কমপ্লক্সে ইনসাফ মঞ্চ এক কনভেনশন সংগঠিত করে। সহস্রাধিক মানুষের সমাবেশিত কনভেনশনে কেন্দ্র এবং রাজ্যের বিজেপি সরকারগুলোর জনবিরোধী নীতির বিরুদ্ধে কনভেনশন ব্যাপক ক্রোধ প্রকাশ করে। গৃহীত ঐ সমস্ত নীতির ফলেই একের পর এক বিপর্যয় ঘটতে থাকে, যেগুলোর মধ্যে রয়েছে—এস সি/এস টি আইনকে লঘু করার মোদী সরকারের প্রচেষ্টা; শাসক ক্ষমতার মদতপুষ্ট হয়ে গণপ্রহার বাহিনীগুলোর ৮৩ জন মানুষকে হত্যা; ঝাড়খণ্ডে অনাহারে ১৬ জন মানুষের মারা যাওয়া। কনভেনশন সিদ্ধান্ত নিয়েছে—সংখ্যালঘু, দলিত এবং আদিবাসীদের সাংবিধানিক অধিকারের উপর আক্রমণের বিরুদ্ধে ইনসাফ মঞ্চ বড় আকারের আন্দোলন শুরু করবে। পার্শ্ব শিক্ষকরা নিয়মিতকরণ এবং সম্মানজনক বেতনের জন্য যে আন্দোলন করছেন তার প্রতি সমর্থন জানিয়ে এবং ঝাড়খণ্ড প্রতিষ্ঠা দিবসের দিন পার্শ্ব শিক্ষকদের উপর নির্মম লাঠিচার্জকে ধিক্কার জানিয়ে কনভেনশনে একটি প্রস্তাব গৃহীত হয়। কনভেনশন দাবি জানিয়েছে—২৮০ জন পার্শ্ব শিক্ষককে অবিলম্বে মুক্তি দিতে এবং তাদের উপর চাপানো মিথ্যা মামলা প্রত্যাহার করে নিতে হবে। গত ১৫ বছর ধরে পার্শ্ব শিক্ষকরাই ঝাড়খণ্ডে শিক্ষার মেরুদণ্ড হয়ে থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী রঘুবর দাস পার্শ্ব শিক্ষকদের 'গুণ্ডা' বলে অভিহিত করায় এবং তাদের অধিকারকে খেলো করে তোলায় কনভেনশন মুখ্যমন্ত্রীকে ধিক্কার জানিয়েছে। কনভেনশনে বক্তব্য রাখেন সিপিআই(এমএল)-এর ধানোয়ারের বিধায়ক রাজকুমার যাদব, বগোদরের পূর্বতন বিধায়ক বিনোদ সিং এবং অন্যান্য নেতৃবৃন্দ।

খণ্ড-25
সংখ্যা-37