খবরা-খবর
বারাসাতে পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের প্রতিবাদ সভা


চলচ্চিত্র শিল্পী নাসিরুদ্দিন শাহসহ শিল্পী, সাহিত্যিকদের উপর আর এস এস এবং বিজেপির ফ্যাসিবাদী আক্রমণের বিরুদ্ধে বারাসাতে পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদের উদ্যোগে সভা।
অতি সম্প্রতি দেশ জুড়ে ক্রমবর্ধমান মৌলবাদি অসহিষ্ণুতার বিরুদ্ধে প্রখ্যাত শিল্পী নাসিরুদ্দিন শাহের বক্তব‍্যকে কেন্দ্র করে হিন্দুত্ববাদিরা যে মিথ্যাচার ও হুমকি শুরু করেছে তার প্রতিবাদে বারাসাতে ২৬ ডিসেম্বর এক সাংস্কৃতিক সভা আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ গণসংস্কৃতি পরিষদ। ঐ সভায় বিভিন্ন সাংস্কৃতিক ও বিজ্ঞান সংগঠনের ব্যক্তিবর্গ বক্তব্য, আবৃত্তি, সঙ্গীতের মাধ্যমে ফ্যাসিবাদকে পর্যুদস্ত করার আহ্বান রাখেন।
বক্তব্য রাখেন কবি ফজর আল জামান (বসিরহাট), রতন বনিক, বিজ্ঞান চেতনা মঞ্চ (হাবরা), সাহেদুল ইসলাম (মুক্তাঙ্গন ওয়েলফেয়ার সোসাইটি), তাপস ব্যনার্জী (অশোকনগর হেমাঙ্গ সাংস্কৃতিক সংস্থা) আবদুল্লা সাহাজী (সম্পাদক নতুন দিন পত্রিকা), অমিত দাশগুপ্ত, আবৃত্তি করেন শোভনা নাথ, কবি মহীউদ্দিন মণ্ডল, সঙ্গীত পরিবেশন করেন বাবুনি মজুমদার, মেঘনা মজুমদার ও নীতীশ রায়।

খণ্ড-25
সংখ্যা-39