খবরা-খবর
বিহারের ভোজপুরে ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিপিআই(এমএল) নেতা ও শহীদদের মূর্তি উন্মোচন কর্মসূচী

কমরেড বিনোদ মিশ্রর ২০তম মৃত্যু বার্ষিকীতে ২০১৮-এর ১৮ ডিসেম্বর আরায় সিপিআই(এমএল)-এর পাঁচ প্রতিষ্ঠাতা সদস্য এবং ভোজপুরের ঐতিহাসিক সামন্ততন্ত্র-বিরোধী কৃষক আন্দোলনের নেতার মূর্তি উন্মোচিত হবে। মূর্তিগুলো প্রতিষ্ঠিত হবে আরার একটি পার্কে। এই পাঁচ নেতা হলেন কমরেড সুব্রত দত্ত, (কমরেড জহর), যিনি পার্টির সাধারণ সম্পাদক ছিলেন এবং ১৯৭৫ সালে সাহারে শহীদ হন; জনগণের চোখে প্রবাদ প্রতীম নায়ক জগদীশ (মাস্টার জি) যিনি ১৯৭২ সালে বেহিয়া বাজারে শহীদ হন; কমরেড রামেশ্বর আহির (সাধুজী) যিনি ১৯৭৫ সালে সাহারে শহীদ হন; কমরেড রামনরেশ রাম, যিনি উপরোক্ত ঐ শহীদদের সহযোদ্ধা ছিলেন এবং ভোজপুরের ঐতিহাসিক সামন্ততন্ত্র-বিরোধী আন্দোলনকে শক্তিশালী করেন এবং কমরেড বিনোদ মিশ্র।

মূর্তি এবং শহীদ পার্ক উন্মোচনের এই কর্মসূচীতে উপস্থিত থাকবেন বিহার এবং বিহারের বাইরের প্রচুর মানুষ। অনুষ্ঠান স্থলে নির্মাণ কাজ ও অন্যান্য প্রস্তুতি দ্রুত এগিয়ে চলেছে। এই কর্মসূচীর সমস্ত খরচই বহন করা হচ্ছে জনগণের কাছ থেকে সংগৃহীত তহবিল থেকে এবং এর জন্য অর্থ সংগ্রহ অভিযানও চলছে। এই কর্মসূচীকে সফল করতে দরাজ হস্তে অর্থ সাহায্যের জন্য সিপিআই(এমএল) সমস্ত সদস্যদের কাছে আবেদন জানাচ্ছে।

খণ্ড-25
সংখ্যা-37