খবরা-খবর
শিলিগুড়ির রাঙাপানিতে বিক্ষোভ সভা

গোটা রাজ্যে এ আই কে এম এস এবং এ আই এ আর এল এ-র বিক্ষোভ কর্মসূচীর (২৪ ডিসেম্বর) অঙ্গ হিসেবে শিলিগুড়ি রাঙাপাণিতে ফসলের নায্য দাম, ফসলের সহায়ক মূল্য বৃদ্ধি, কৃষি ঋণ মুকুব চা শ্রমিকদের ন্যূনতম মজুরি ৮-৯ জানুয়ারী ১২ দফা দাবীতে ধর্মঘটের সমর্থনে দার্জিলিং জেলা এ আই কে এম এবং এ আই এ আর এল এ-র পক্ষ থেকে রাঙাপাণি বাজার  এবং সন্নিহিত অঞ্চলে একটি বিক্ষোভ মিছিল পরিক্রমা। পরে  সংগঠিত একটি বিক্ষোভ সভায় বক্তারা এ আই কে এম, এ আই এ আর এল এ র বিভিন্ন দাবীর সপক্ষে এবং রাজ্য ও কেন্দ্রীয় সরকারের মিথ্যা প্রতিশ্রুতি বিশেষ করে গত  বছরে থেকে এখনও পর্যন্ত  এ রাজ্যে ১৮০ জন কৃষকের মৃত্যুর ঘটনার বিরুদ্ধে সোচ্চার হন। বক্তব্য রাখেন পবিত্র সিংহ, মোজাম্মেল হক, শরৎ সিংহ বাসুদেব বোস এবং অভিজিৎ মজুমদার।

খণ্ড-25
সংখ্যা-39