খবরা-খবর
সি পি আই (এম এল) লিবারেশনের প্রথম বীজপুর আঞ্চলিক সম্মেলন

উত্তর ২৪ পরগনা জেলার বীজপুরে সি পি আই (এম এল) লিবারেশনের প্রথম আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হল। গত ১৮ ডিসেম্বর সংকল্প দিবসে কমরেড ডি পি বক্সী নগরে (হালিশহর) কমরেড স্বপন কর্মকার মঞ্চে (কোনা হাইস্কুল) পার্টির পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল‍্যদানের মধ‍্য দিয়ে বীজপুরের আঞ্চলিক সম্মেলন শুরু হয়। পর্যবেক্ষক ছিলেন এরিয়া কমিটির সদস্য শম্ভু দে। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক সুব্রত সেনগুপ্ত।

প্রস্তুতি কমিটির পক্ষ থেকে উত্তম দাস খসড়া আলোচনা পত্র পেশ করেন। প্রাকৃতিক দুর্যোগ সত্ত্বেও সম্মেলনে ১৫ জন মহিলা সহ ৪৫ জন সদস্য উপস্থিত ছিলেন। প্রতিবেদনের উপরে ১৬ জন বক্তব্য রাখেন। জবাবী ভাষণ দেন উত্তম দাস। সর্বসম্মত ভাবে ৯ জনের আঞ্চলিক কমিটি গঠিত হয়, যার সম্পাদক হন উত্তম দাস। জেলা সম্পাদক সুব্রত সেনগুপ্ত উদ্দীপ্ত ভাষণে আগামী ৮-৯ জানুয়ারির সাধারণ ধর্মঘটের সমর্থনে সক্রিয় প্রচারাভিযান চালানোর উপরে জোর দেন।

হালিশহর সাংস্কৃতিক সংস্থার উপস্থাপনায় কমিউনিষ্ট ইন্টারন্যাশনাল গানের সঙ্গে সম্মেলন শেষ হয়।
 

খণ্ড-25
সংখ্যা-38