খবরা-খবর
শ্রমিকদের পাশে আইসা

আগামী ৮-৯ জানুয়ারি ১০টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে দেশব্যাপী যে সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে, বালি জুটমিলের শ্রমিক মহল্লায় তারই প্রচারে সামিল হলো আইসা’-র বালি বেলুড় জোনালের কমরেডরা। তার আগে মহল্লা জুড়ে ধর্মঘটের সমর্থনে দেওয়াল লিখন এবং পোস্টারিংয়ে ভরিয়ে দেয় আইসার কমরেডরা। ১৯ ডিসেম্বর আইসা’র একটি টিম যায় বালি জুটমিলের শ্রমিক মহল্লায় ধর্মঘটের প্রচার করতে। উপস্থিত ছিলেন বর্ষীয়ান বি সি এম এফ নেতা তপন ঘোষ এবং শ্যামলাল দাস; ছিলেন পার্টির লোকাল কমিটি সদস্য দিলীপ ঘোষ। ছাত্র-ছাত্রীদের ধর্মঘটের সমর্থনে প্রচার করতে দেখে জড়ো হতে থাকেন শ্রমিকরা; মুহূর্তের মধ্যে শেষ হয়ে যায় হাজার খানেক লিফলেট। আগামী ৮-৯ জানুয়ারি সাধারণ ধর্মঘটকে সর্বাত্মক করার এই প্রক্রিয়া ছাপ ফেলেছে শ্রমিকদের মধ্যে। ছাত্র-যুবরা শ্রমিকের হাতুড়ি কৃষকের কাস্তে হয়েই আগামী ধর্মঘটকে সফল করতে সর্বতো প্রচেষ্টা চালাবে।

খণ্ড-26
সংখ্যা-1