খবরা-খবর
জলপাইগুড়ির চালসাতে চা শিল্পের শ্রমিক কর্মচারী সম্মেলন

 ২০ জানুয়ারি জলপাইগুড়ি জেলার চালসাতে ওয়েস্টবেঙ্গল টি গার্ডেন এমপ্লয়িজ এসোসিয়েশনের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। চা শিল্পের শ্রমিকদের পাশাপাশি দীর্ঘদিন ধরে কর্মচারীরাও অবহেলিত। বিভিন্নভাবে অন্যায়ের শিকার। ন্যুনতম মজুরির পাশাপাশি ৬০ বছর পর্যন্ত চাকুরির সময়সীমার দাবি সহ অন্যান্য সামাজিক সুরক্ষার দাবি সম্মেলনে ওঠে। এই সংগঠনটি কর্মচারীদের বৃহৎ স্বাধীন সংগঠন। চা শ্রমিকদের যুক্ত আন্দোলনের মধ্য দিয়ে এ আই সি সি টি ইউ-র সাথে সম্পর্ক গড়ে ওঠে। চা শ্রমিকদের আন্দোলনে কর্মচারীদের একটা ঐক্য গড়ে ওঠে জয়েন্ট ফোরামের মধ্য দিয়ে। এই সম্মেলনে এ আই সি সি টি ইউ-র পক্ষ থেকে বক্তব্য রাখেন অভিজিৎ মজুমদার, বাসুদেব বসু, সিটুর পক্ষে জিয়াউল আলম প্রমুখ। সম্মেলন থেকে সভাপতি ও সম্পাদক হিসাবে যথাক্রমে পুনর্নির্বাচিত হন আশীষ বোস ও পার্থ লাহিড়ী।

খণ্ড-26
সংখ্যা-4