এআইসিসিটিইউ-র রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত

গত ১৫ জুন এআইসিসিটিইউ-র পশ্চিমবঙ্গ রাজ্য কার্যনির্বাহী কমিটির বৈঠক হয় বেলঘরিয়া সিপিআই(এমএল) জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সম্প্রতি যাঁরা প্রয়াত হয়েছেন, প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়ে মারা গেছেন সকলের প্রতি শ্রদ্ধা জানানো হয়। লোকসভা নির্বাচনে বিজয়ী হয়ে মোদি সরকার দ্বিতীয়বার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। শপথ নেওয়ার পর প্রথম দিনেই ৪২টি রাষ্ট্রায়ত্ত সংস্থা বন্ধ করা, বেসরকারিকরণ, সংস্থার জমি বহুজাতিকদের হাতে তুলে দেওয়া, শ্রম আইনের পরিবর্তন ইত্যাদি সুপারিশ করা হয়, যা শ্রম ও শ্রমিক স্বার্থবিরোধী। পাশাপাশি সাম্প্রদায়িক পরিমন্ডলে শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজনের অপচেষ্টা যা গভীর উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। আমাদের রাজ্যে বিশেষ করে উত্তর ২৪ পরগনায় জুটমিল সন্নিহিত অঞ্চলে এই শক্তির উত্থান ঘটেছে। রাজ্যে তৃণমূল সরকার শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে সমস্ত পদক্ষেপ অব্যাহত রেখেছে। এই বৈঠকে পরিস্থিতি নিয়ে উপস্থিত সদস্যরা কারখানা, মহল্লা, বিভিন্ন সেক্টরের যা রিপোর্ট রাখেন তা উদ্বেগজনক। ঐ বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে এ বছর ডিসেম্বর মাসের মাঝামাঝি হুগলি জেলায় ইউনিয়নের দু-দিনব্যাপী রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও আরও বেশকিছু সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হয়।

খণ্ড-26