কমরেড সন্তোষ কংসবণিকের স্মরণ সভা

ইস্টার্ণরেলওয়ে ব্যান্ডেল কাটোয়া শাখা সংগ্রামী হকার্স ইউনিয়নের সহ সভাপতি সন্তোষ কংসবণিকের স্মরণসভা অনুষ্ঠিত হল নবদ্বীপ স্টেশনে। সভায় মাল্যদান ও স্মরণে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক আনন্দ কুন্ডু সহ ইউনিয়নের বহু সদস্য ও সাধারণ হকার। বক্তব্য রাখেন এআইসিসিটিইউ-র নদীয়া জেলার নেতা অমল তরফদার। সিটু, টিএমসিসিটিইউ, বিএমএস-এর নেতৃবৃন্দও শ্রদ্ধা জ্ঞাপন করে কমরেড সন্তোষের হকার আন্দোলনের নানান স্মৃতি তুলে ধরেন।

তিন বছর আগে সন্তোষ কংসবণিক সিটু ছেড়ে এআইসিসিটিইউ-র সংগ্রামী হকার্স ইউনিয়নে যোগদেন। যখন অনেকের শাসকদলে যোগ দেওয়ার হিড়িক চলছিল তখন সে স্পষ্ট জানিয়ে দেয়, “লাল পতকা ছেড়ে অন্য কোন দলে সে যাবে না”। শাসক দলের ডাক উপেক্ষা করে বিপ্লবী বামপন্থাকে বেছে নেন। স পিআই(এমএল) পার্টির সদস্যপদও গ্রহণ করেন। তাঁর সংস্কৃতির প্রতি টান তাঁকে বহু মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল। নাটক ও যাত্রায় তাঁর অভিনয়ের কথা সভায় অনেকেই স্মরণ করেন। তাঁকে শ্রদ্ধা জানাতে স্টেশনে ও স্টেশন সংলগ্ন সমস্ত দোকান বন্ধ ছিল। হকার সাথীরা কাজ বন্ধ রেখে স্মরণসভায় হাজির হয়েছিলেন। গ্রামের মহিলারা ও তাঁর স্ত্রী সহ পরিবারের সবাই উপস্থিত ছিলেন। এক আবেগঘন পরিবেশে সভার সকলেই কমরেড সন্তোষের হকার আন্দোলনে বিপ্লবী মেজাজ ও হকারদের ঐক্যের স্বার্থেতাঁর প্রয়াসকে এগিয়ে নিয়ে যাওয়া অঙ্গীকার করে সভার পরিসমাপ্তি ঘোষণা করেন। সঞ্চালক ছিলেন নারায়ণ দেবনাথ।

খণ্ড-26