প্রয়াত কমরেড বিপ্রদাস চ্যাটার্জী

গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, ৫ জুলাই রাত ১১-৩০ মিনিটে পূর্বমেদিনীপুর জেলার মহিষাদলের কমরেড বিপ্রদাস চ্যাটার্জি প্রয়াত হয়েছেন। দীর্ঘদিন ধরে গলায় ক্যান্সার রোগের চিকিৎসা চলছিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। পরিবারে তিনি রেখে গেছেন স্ত্রী-পুত্রদের। তাঁর প্রয়াণে পার্টি গভীর শোক প্রকাশ করেছে। কমরেড বিপ্রদাস সত্তর দশকে কিছুদিন সেলিমপুর অঞ্চলে কাজ করতেন। বাড়িতে লাগাতার পুলিশী হানার ফলে মহিষাদলে চলে যেতে বাধ্য হন। পূর্ব মেদিনীপুর জেলা বিশেষত মহিষাদলে পার্টি কাজের একজন সংগঠক ছিলেন কমরেড বিপ্রদাস। দীর্ঘদিন পার্টির সদস্য ও জেলা কাজের দায়িত্বশীল ছিলেন। অসুস্থ হওয়ার পর থেকে যোগাযোগ কিছুটা দুর্বল হয়ে পড়েছিল। নন্দীগ্রাম আন্দোলনের শুরুতে পার্টির যে ৬ জন নেতা ও সংগঠককে মিথ্যা মামলায় গ্রেফতার করে জেলহাজতে আটক রাখা হয়েছিল এবং আজও যে মামলা প্রত্যাহার করা হয়নি, সে মামলায় আমৃত্যু কমরেড বিপ্রদাস চ্যাটার্জি যুক্ত ছিলেন, এমনকি অসুস্থতার পরেও আদালতে হাজিরা দেওয়ার সমন আসত। ৬ জুলাই মহিষাদলেই শেষকৃত্য সম্পন্ন হয়। কমরেড বিপ্রদাস চ্যাটার্জি লাল সেলাম।

খণ্ড-26
সংখ্যা-20