শিলিগুড়িতে কমরেড সন্তোষ রাণার স্মরণ সভা

১৫ জুলাই শিলিগুড়ির রামকিঙ্ক সভাঘরে পিসিসি সিপিআই(এমএল) এবং সিপিআই(এমএল)-এর যৌথভাবে প্রয়াত কমরেড সন্তোষ রাণার স্মরণসভা আয়োজন করে। অনান্য রাজনৈতিক দলের সাথে আমন্ত্রণ জানানো হয় সিপিআইএমএল লিবারেশনকে। উপস্থিত ছিলেন পার্টির সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য, রাজ্য সম্পাদক পার্থ ঘোষ, পলিটব্যুরো সদস্য কার্তিক পাল, দার্জিলিং জেলা সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সদস্য অভিজিৎ মজুমদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআই(এম)-এর জেলা সম্পাদক জীবেশ সরকার, সিপিআই(এমএল)-এর নাথুরাম বিশ্বাস, গোপীবল্লভপুর অঞ্চলের রাজনৈতিক সংগঠক শোভন পাল সহ পিসিসি সিপিআই(এমএল)-এর জেলা এবং রাজ্য নেতৃত্ব। সভার শুরুতে গণসঙ্গীত পরিবেশন করেন  গৌতম চক্রবর্তী ও মীরা চর্তুবেদী। বক্তব্য রাখতে গিয়ে দীপঙ্কর ভট্টাচার্য নকশালবাড়ি আন্দোলনে কমরেড সন্তোষ রাণার অবদানের কথা, ডেবরা গোপীবল্লভপুর অঞ্চলে সংগঠন গড়ে তোলার পেছেনে তার ভূমিকা উল্লেখ করার পাশাপাশি বর্তমান সময়ে দেশে যে ফ্যাসিস্ট অবস্থা তৈরি হয়েছে, এই অরাজক পরিস্থিতি, সাম্প্রদায়িক মেরুকরণ, ধর্মীয় উন্মত্ততার পরিস্থিতির বিরুদ্ধে সর্বস্তরের বামপন্থী মানুষদের এগিয়ে আসতে হবে। বিজেপি যে প্রধান শত্রু সে কথা বুঝতে না পারলে সঙ্কট আরো তীব্র হবে। ‘আগে রাম পরে বাম’ এই ভুল ধারণা ছেড়ে বেড়িয়ে এসে একজোট হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে এগিয়ে যেতে হবে। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিপিএম-এর জীবেশ সরকার, সিপিআইএমএল-এর নাথুরাম বিশ্বাস, সন্তোষ রাণার গ্রামের রাজনৈতিক সংগঠক শোভন পাল এবং পিসিসি সিপিআই(এমএল)-এর নেতৃবৃন্দ।

খণ্ড-26
সংখ্যা-21