খবরা-খবর
পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী ইউনিয়নের হাবরা ব্লক সম্মেলন

গত ২৩ ডিসেম্বরে পশ্চিমবঙ্গ সংগ্রামী রন্ধনকর্মী (মিড ডে মিল) ইউনিয়ন হাবরা ২ ব্লকের ৩য় সম্মেলন অশোক নগরে অনুষ্ঠিত হয়। শতাধিক কর্মীর উপস্থিতিতে এক উদ্দীপনাময় এই সম্মেলনে মজুরি, শ্রমিকের স্বীকৃতি, ও সামাজিক সুরক্ষার দাবিতে যে লড়াই চলছে তার নানা সমস্যাবলী নিয়ে একাধিক সদস্যা মতামত দেন। কেন্দ্র-রাজ্য শাসক দলগুলি যে তাদের প্রতি উদাসিন সকলে তা বলেন। তাই লড়াই জোরদার করার আহ্বান রাখেন নেতৃবৃন্দ। রাজ্য সম্পাদিকা জয়শ্রী দাস বলেন—এ অঞ্চলের কর্মীরা দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে যে কোন রাজনৈতিক চাপ মোকাবিলায় তৈরি। শুধু রন্ধনকর্মী নন দেশব্যপী আশা,অঙ্গনওয়াড়ি মিলে সারা ভারত প্রকল্প কর্মী ফেডারেশন (এ আই এস ডব্লিউ এফ) গড়ে তুলেছে। গত ২ বছর ধরে দিল্লিতে, রাজ্যে বার বার দাবি জানিয়েও কোন সাড়া পাওয়া যায় নি। তাই আগামী ৮-৯ জানুয়ারী দেশব্যপী ধর্মঘট। এই ধর্মঘটকে সমস্ত স্কুলে সফল করতে হবে। সম্মেলনে সারা ভারত কৃষি ও গ্রামীণ মজুর সমিতির জেলা কমিটির পক্ষে অজয় বসাক এই আন্দোলনে অন্যান্য গ্রামীণ মেহনতি মানুষের পূর্ণ সহযোগিতার কথা বলেন। সি পি আই (এম এল) আঞ্চলিক কমিটির সদস্য পবন সিংহরায় পার্টির পক্ষ থেকে অসংগঠিত শ্রমিকের সমস্ত লড়াইকে শক্তিশালী সমর্থনের কথা বলেন। সম্মেলন ১১ জনের ব্লক কমিটি নির্বাচিত করে। যার সম্পাদিকা হন লিপিকা ঘোষ। ৩ জনের সভানেত্রী মন্ডলী সুমিত্রা ঘোষ, সাধনা সেন ইরা বোস। ৩ জনের উপদেষ্টা মন্ডলী হলেন রিনা মজুমদার, পবন সিংহ রায়, অজয় বসাক। সম্মেলন পরিচালনা করেন কাকলি কুন্ডু, মৌমিতা দাস। সম্মেলন শেষে ধর্মঘটের সমর্থনে এক দৃপ্ত মিছিল পৌঁছয় যুক্ত ট্রেড ইউনিয়ন কনভেনশনে ।

খণ্ড-25
সংখ্যা-39