খবরা-খবর
জেএনইউ-তে হামলার প্রতিবাদে শিলিগুড়িতে নাগরিক মিছিল

জেএনইউ ক্যাম্পাসে এবিভিপি-র বর্বরোচিত হামলার প্রতিবাদে গোটা দেশের সাথে গর্জে উঠেছে শহর শিলিগুড়িও। ৬ জানুয়ারীর পর ৭ জানুয়ারীও শিলিগুড়ি ছিলো প্রতিবাদমুখর। শিল্পী সাহিত্যিক নাট্যকর্মী, অধ্যাপক ছাত্র যুবদের একটি বড় অংশ জেএনইউ-র ঘটনায় সোচ্চার হয়ে রাস্তায় নেমেছিল। মোদী অমিত শাহ সহ সংঘী গুন্ডাদের থেকে আজাদীর দাবীতে ফ্যাসিবাদ থেকে আজাদীর দাবীতে উত্তাল মিছিল কাঞ্চনজঙ্ঘা সেটডিয়াম গেট থেকে শুরু হয়ে মিছিল শহরের প্রধান রাস্তাগুলি হয়ে শেষ হয় আবার স্টেডিয়াম গেটে এসে। মিছিলের শেষে দেশজুড়ে চলা ফ্যাসিবাদের বিরুদ্ধে নাগরিক আন্দোলন এগিয়ে নিয়ে যাওয়ার কথা এবং সর্বস্তর ছড়িয়ে দেওয়ার কথা বলা হয়। নাগরিক মিছিলের নেতৃত্ব ছিলেন পার্থ চৌধুরী, অজিত রায়, অভিজিৎ মজুমদার, বন্দনা সাহা, মধুবন্তী বাসু সোহিনী সরকার, গৌতম চক্রবর্তী প্রমুখ।

মশাল মিছিল

পূর্ব ঘোষণা মতোই ৮ জানুয়ারী ধর্মঘটকে সমর্থন জানিয়ে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন গুলির ডাকে শিলিগুড়ি ৬নং ওয়ার্ডের রাজেন্দ্রপ্রসাদ স্কুলের সামনে থেকে শুরু হয়ে একটি মশাল মিছিল মহানন্দা ব্রিজের নিচে গিয়ে শেষ হয়। ছাত্র যুবকদের দৃপ্ত শ্লোগানে অধিকার ছিনিয়ে নেওয়ার সবরকম প্রস্তুতি তো ছিলোই। ছিলো ধর্মঘটকে সর্বাত্বক সফল করে তোলার অদম্য আহ্বান। মিছিলের নেতৃত্বে ছিলেন এআইসিসিটিইউ-র দার্জিলিং জেলা সভাপতি অভিজিত মজুমদার  সি আই টি ইউ-র সমন পাঠক প্রমুখ।

খণ্ড-27
সংখ্যা-2