খবরা-খবর
এআইসিসিটিইউ নদীয়া জেলা সম্মেলন

গত ১৬ ফেব্রুয়ারী নবদ্বীপ শহরে অনুষ্ঠিত হলো এআইসিসিটিইউ নদীয়া জেলা সম্মেলন। নদীয়া জেলার মিড-ডে-মিল রন্ধনকর্মী, রেল হকার, বিড়ি শ্রমিক, নির্মাণ, পরিবহন, লোডিং আনলোডিং সহ বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমজীবী মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার দিশা সম্মেলনে গৃহীত হয়। সম্মেলন স্থলের নাম দেওয়া হয়েছিলো বিমান বিশ্বাস নগর, সুদর্শন বসু মঞ্চ, সন্তোষ কংসবনিক সভাগৃহ। নদীয়া জেলায় কৃষক আন্দোলনের পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রে কাজের একটা ধারাবাহিকতা রয়েছে। কয়েকটি ক্ষেত্রে আন্দোলনের স্থিতাবস্থা থাকলেও অন্যান্য কয়েকটিতে সম্প্রতি একটা গতি লক্ষ করা যায়। যেমন মিড-ডে-মিল রন্ধনকর্মীদের একটা স্বাধীন ইউনিয়ন এআইসিসিটিইউ-তে যোগদান করেছে। এঁরা ব্লকে ব্লকে, জেলা ও রাজ্য স্তরে ভালো সংখ্যক জমায়েত করে লাগাতার কর্মসূচী নিয়ে চলেছেন। সম্মেলনে উপস্থিত মোট ১২০ জন প্রতিনিধির মধ্যে রন্ধনকর্মীদের অংশগ্রহন ছিল উল্লেখযোগ্য। নবদ্বীপ ও ধুবুলিয়ায় রেল হকাররা তাঁদের উপর নেমে আসা পুলিশী হামলাকে মোকাবিলা করে লাগাতার বিক্ষোভ কর্মসূচী নিয়েছেন, নিজেদের  জীবিকার অধিকার রক্ষা করতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বিড়ি শ্রমিক ইউনিয়নটি দুটি লোকাল সম্মেলনের মাধ্যমে নতুন করে সংগঠিত করা হয়েছে। পরিবহন ক্ষেত্রের ইউনিয়নটিকে নতুন করে গঠনের চেষ্টা শুরু হয়েছে। পরিবহন শ্রমিকদের মধ্যে সম্প্রতি প্রচার অভিযান চালিয়ে ভালো সাড়া পাওয়া গেছে। আগামীতে নির্মাণ শ্রমিক ইউনিয়নের সম্মেলনের পরিকল্পনা নেওয়া হয়েছে। আজ যখন কেন্দ্র ও রাজ্য সরকার শ্রমজীবীদের অর্জিত অধিকারগুলি কেড়ে নেওয়ার চক্রান্ত করছে, তখন পাল্টা লড়াই গড়ে তুলতে শ্রমিকদের সমাবেশিত করা অত্যন্ত জরুরী। এ কারণে ইউনিয়নের কাঠামোগুলিকে নিয়মিত ও সচল রাখা এবং তার মধ্যে গণতান্ত্রিক আলোচনার প্রক্রিয়া চালু রাখা গুরুত্বপূর্ণ। ট্রেডের দাবি-দাওয়ার পাশাপাশি শ্রমিকদের মধ্যে রাজনৈতিক বিষয়গুলি নিয়ে যাওয়া, নতুন নতুন শক্তিকে সামনে নিয়ে আসা, শ্রমিক এলাকায় নিয়মিত যাতায়াত, অফিস ব্যাবস্থাপনাকে সচল রাখা ইত্যাদি বিষয়গুলি সম্মেলনে আলোচনা হয়। জেলায় ৩০০০ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অতিক্রম করা গেছে। সম্মেলন থেকে ১৯ জনের জেলা কমিটি নির্বাচিত হয়। সভাপতি হিসেবে অমল তরফদার ও সম্পাদক পদে জীবন কবিরাজ নির্বাচিত হন। সম্মেলনের শুরুতে নবদ্বীপ রেল স্টেশন থেকে শতাধিক কর্মীর এক মিছিল শহর পরিক্রমা করে মনিপুরে সম্মেলন স্থল ডাঃ নন্দকুমার মেমোরিয়াল ভবনে আসে। সামনে ছিলেন রাজ্য এআইসিসিটিইউ রাজ্য সম্পাদক বাসুদেব বসু, নদীয়া জেলা মিড-ডে-মিল ইউনিয়নের নেতা কৃষ্ণগোপাল দাস প্রমূখ। ইতিপূর্বে নবদ্বীপ ও ধুবুলিয়ায় রেল হকার, লোডিং আনলোডিং ও কৃষ্ণনগরে বিড়ি ইউনিয়নের সম্মেলন সংগঠিত হয়েছে।

nad

 

খণ্ড-27
সংখ্যা-5