খবরা-খবর
নির্মাণ শ্রমিক ইউনিয়নের চতুর্থ বিষ্ণুপুর-সাতগাছিয়া জোনাল সম্মেলন

পশ্চিমবঙ্গ গৃহ ও অন্যান্য নির্মাণ শ্রমিক কর্মচারি ইউনিয়নের বিষ্ণুপুর-সাতগাছিয়া জোনাল কমিটি-র ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হল আজ কমরেড সুদর্শন বসু নগর (বাখরাহাট) ও কমরেড খোকন জমাদার মঞ্চে। সম্মেলনের শুরুতেই লাল পতাকা উত্তোলন করেন শিপ্রা সরদার, শহিদ বেদিতে মাল্যদান করেন এআইসিসিটিইউ-এর রাজ্যে কমিটির সদস্য কিশোর সরকার, নির্মাণ শ্রমিক ইউনিয়নের দক্ষিণ চব্বিশ পরগণা জেলা সম্পাদিকা কাজল দত্ত, সভাপতি ইন্নাস সেখ, বিদায়ী জোনাল সম্পাদক সন্দীপ ধাড়া, সিপিআই(এমএল) লিবারেশন বিষ্ণুপুর-সাতগাছিয়া লোকাল কমিটির সম্পাদক নিখিলেশ পাল, সারা ভারত কিষাণ মহাসভার দক্ষিণ ২৪ পরগণা জেলা সম্পাদক দিলীপ পাল সহ আরো অনেকে। উদ্বোধনি ভাষণ দেন নির্মাণ ইউনিয়নের জেলা সম্পাদিকা, ভ্রাতৃপ্রতিম সংগঠন সিটুর পক্ষে সুশান্ত পাল, এআইসিসিটিইউ রাজ্য কমিটির সদস্য কিশোর সরকার। সম্মেলনের মধ্য দিয়ে ৯ জনের কমিটি নির্বাচিত হয়। সম্মেলনের শেষে দিল্লীর হিংস্র গণহত্যার নায়ক আরএসএস/বিজেপি-র বিরুদ্ধে এবং এআইসিসিটিইউ-র ১০ম জাতীয় সম্মেলন সফল করার বার্তা নিয়ে একটি মিছিল সংগঠিত হয়।

সম্মেলনে নিম্নলিখিত প্রস্তাবগুলি গ্রহণ করা হয়— (১) ৪টি লেবার কোড বাতিল কর, (২) নির্মাণ শ্রমিকসহ অসংগঠিত ও অন্যান্য শ্রমিকদের অধিকার, মর্যাদা, মজুরি, সামাজিক সুরক্ষা খর্ব করা চলবে না। (৩) দিল্লী সহ সারা দেশে দাঙ্গা সৃষ্ঠিকারী বিজেপি/আরএসএস-র বিরুদ্ধে সমস্ত মানুষ এক হোন। (৪) এনপিআর-এনআরসি-সিএএ প্রত্যাহার কর ‘কাগজ আমরা দেখাবো না’। (৫) সংবিধান, গণতন্ত্র, দেশ বাঁচানোর লড়াইয়ে সমস্ত মানুষ এক হোন।

খণ্ড-27
সংখ্যা-5