খবরা-খবর
দিল্লীতে হত্যা : কলকাতায় বিক্ষোভ

দিল্লীতে বিজেপি নেতা কপিল মিশ্র-র নেতৃত্বে সংঘ ফ্যাসিস্ট বাহিনী যে বর্বরোচিত হামলা চালালো তার বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদে মুখর। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে ভারতের সর্বস্তরের নাগরিক প্রতিবাদ প্রতিরোধে সামিল। দিল্লীর বিধানসভা নির্বাচনে লজ্জাজনক পরাজয়, শাহিনবাগের আন্দোলন শুধু জনপ্রিয়তাই নয়, ক্রমেই যখন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে, মরিয়া ফ্যাসিস্ট বাহিনী তখন তাকে ধ্বংস করার ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিজেপি নেতা কপিল মিশ্র উত্তর-পূর্ব  দিল্লীর জাফরাবাদে শাহিনবাগ যাতে না ঘটে তার জন্য আগেই হুমকি দিয়ে রেখেছিল। এবার সেটাই ঘটাল বুক ফুলিয়ে। অমিত শাহর দিল্লী পুলিশকে ঠুঁটো জগন্নাথ করে।

এর বিরুদ্ধে সিপিআই(এমএল) লিবারেশন সারা ভারত জুড়ে প্রতিবাদ বিক্ষোভের ডাক দেয়। সেই কর্মসূচির অঙ্গ হিসাবে ২৫ ফেব্রুয়ারী, মৌলালি মোড়ে এক বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচী নেওয়া হয়। আইসার প্রাণচঞ্চল উপস্থিতিতে, তীব্র শ্লোগান ধ্বনির মধ্য দিয়ে পোড়ানো হয় অমিত শাহর কুশ পুতুল। বক্তব্য রাখেন বাসুদেব বোস, আইসার নেতা-নেত্রী সৌমেন্দু ও অন্বেষা, মলয় তেওয়ারি, মিথিলেশ ও চার নম্বর পুল সংলগ্ন সিএএ বিরোধী অবস্থানের অন্যতম সংগঠক মনসুর আলম। সব শেষে পোড়ানো হয় অমিত শাহর কুশপুতুল। পার্টির রাজ্য নেতৃবৃন্দ সামিল ছিলেন এই কর্মসূচিতে।

cal

 

খণ্ড-27
সংখ্যা-5