খবরা-খবর
বাঁকুড়ায় ৫ দফা দাবিতে ব্লক ডেপুটেশন

৩ মার্চ বাঁকুড়ার ব্লক ২ ডেপুটেশন দেওয়া হয়। দাবি (১) এনপিআর নয় ভুমিহীন বাস্তুহীনদের তালিকা তৈরি করে অবিলম্বে তাদের বাস্ত পাট্টা সহ বাড়ির ব্যবস্থা করতে হবে। (২) দীর্ঘদিন ধরে বংশানুক্রমিকভাবে বসবাস কারী আদিবাসী ও তপশিলী জাতির ভুমিহীন মানুষদের বনের জমি সহ অন্য জমির বাস্ত পাট্টা দিতে হবে। (৩) বনের জমিতে যারা পাট্টা পেয়েছে তাদের অবিলম্বে পরচা দিতে হবে। (৪) ১০০ দিনের কাজে অন্তত সরকারি নুন্যতম মজুরি নিশ্চিত করতে হবে। (৫) ৬০ বছরের উপর সমস্ত মানুষদের মাসে ৬০০০ টাকা পেনশন চাই। এরপর বিএলআরও অফিসে ১৫টা আদিবাসীদের পাট্টার আবেদন জমা দেওয়া হয়। প্রতিনিধিদলকে বিডিও বলেন এসসি/এসটি মানুষদের মাসে ১০০০ টাকা পেনশন আগামী ১ এপ্রিল থেকে দেওয়া হবে, এজন্য ১৫ মার্চের পর নির্দিষ্ট ফর্ম দেওয়া হবে। আমাদের ও দেবে ব্যাঙ্ক বই সহ বিডিও অফিসে জমা দিতে হবে। জেনারেলদের আবেদনের ফর্ম দিয়েছেন।

খণ্ড-27
সংখ্যা-6