করোনা ঠেকাতে শ্রমমন্ত্রীকে স্মারকলিপি

গত ১৩ মার্চ এআইসিসিটিইউ-র রাজ্য নেতৃত্ব ও বিসিএমএফ-এর পক্ষ থেকে এক প্রতিনিধিদল রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে ডেপুটেশন দেন করোনার প্রতিষেধক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে। পৃথিবীব্যাপি মারণ রোগ ‘করোনা ভাইরাস’ ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে যেখানে একসঙ্গে অনেক মানুষ উপস্থিত থাকেন সেখান থেকে এই মারণ রোগ ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। বিভিন্ন উৎপাদন ক্ষেত্রে একসাথে অনেক মানুষ কর্মরত থাকেন সেখানে এই সম্ভাবনা আছে। চটকল শ্রমনিবিড় শিল্প এবং অস্বাস্থ্যকর পরিবেশে শ্রমিকরা কাজ করতে বাধ্য হন। বিসিএমএফ রাজ্য কমিটি চটকল শ্রমিকদের স্বাস্থ্য রক্ষা এবং করোনা ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার জন্য প্রাথমিক সতর্কতা হিসাবে মিল কর্তৃপক্ষ কাছে নিম্নলিখিত বিষয়গুলি কার্যকর করার জন্য দাবি রাখছে –

(১) হাত ধোয়ার সাবান ও স্বচ্ছ জলের ব্যবস্থা করা। (২) হাত মোছার জন্য নিজস্ব তোয়ালের ব্যবস্থা করা। (৩) সব শ্রমিকদের মাস্ক দিতে হবে।

প্রতিনিধিদলে ছিলেন এআইসিসিটিইউ সাধারণ সম্পাদক বাসুদেব বসু, বিসিএমএফ সাধারণ সম্পাদক অতনু চক্রবর্তী ও নবেন্দু দাশগুপ্ত।

খণ্ড-27
সংখ্যা-8