খবরা-খবর
খনিজ আইনে পাশ হল লুটের সংশোধনী

ভারতের খনিজ আইনে সংশোধনী পাশ হয়ে গেল লোকসভায়। এই সংশোধনী নতুন নতুন দেশী ও বিদেশী ফাটকা কোম্পানির লুটের জন্য ভারতের খনিজ সম্পদকে উন্মুক্ত করে দেবে। এখন কয়লা উত্তোলনের মালিকানা পেতে কোনও কোম্পানির আর পূর্ব অভিজ্ঞতা থাকার প্রয়োজন থাকছে না। আর্থিক অবস্থা জোরালো থাকলেই চলবে এবং এদেশে বা অন্য কোনও দেশে অন্য কোনও খনিজ পদার্থ উত্তোলনের অভিজ্ঞতা থাকলেই কয়লা ব্লকের নিলামে অংশ নেওয়া যাবে। কয়লা বিপননে ১০০% প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগও অনুমোদন পাবে। আইনে এমন সংশোধন আনা হয়েছে যা উত্তোলিত কয়লাকে নিজেদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার বা বিপণন করার স্বাধীনতা দেওয়া হচ্ছে বরাত পাওয়া কোম্পানিগুলিকে।

খণ্ড-27
সংখ্যা-7