খবরা-খবর
সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটির ডাকে গাইঘাটায় কালা দিবস পালন
Black Day was observed in Gaighata

গত ২৬ মে সারা ভারত কিষান সংঘর্ষ সমন্বয় কমিটির ডাকে দেশজুড়ে কালা দিবস পালন করার আহ্বান জানিয়েছিল। ৬ মাস যাবত দিল্লির বুকে কৃষক সংগঠন ৩ কৃষি আইন যা সম্পূর্ণ কৃষক স্বার্থবিরোধী তাই ওই আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই আন্দোলন ক্রমাগত সারাদেশের সমস্ত রাজ্যের কৃষকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সারা ভারত কিষান মহাসভার পক্ষ থেকে উত্তর ২৪ পরগনা জেলার গাইঘাটা ব্লকের ঢাকুরিয়া গ্রামে কোভিড পরিস্থিতিতে নিয়ম মেনে ইয়াস ঝড়ের আবহাওয়ায় কালো পতাকা নিয়ে, নরেন্দ্র মোদির প্রতিকৃতি কার্টুন আকারে তৈরি করে সেটা জ্বালিয়ে দেওয়া হয়। কৃষক স্বার্থবিরোধী মোদি সরকার নিপাত যাক! ৩ কৃষি কালা আইন অবিলম্বে প্রত্যাহার করতে হবে! – স্লোগান দেওয়া হয়। অংশগ্রহণ করেন বাচ্চু বিশ্বাস, কমল কর্মকার, চম্পালতা প্রামানিক, গোপাল সরকার, কৃষ্ণপদ প্রামানিক, আঁখি প্রামানিক।

খণ্ড-28
সংখ্যা-20