বিবৃতি
কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে জীবনদায়ী ওষুধ টসিলিজুমাব (Tocilizumab) দুর্নীতির তদন্ত ও দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি
investigation into the corruption of the life-saving drug Tocilizumab

কোভিড অতিমারী চিকিৎসায় সাইটোকাইনিন স্টর্ম, যা নিমেষে রোগীর মৃত্যুর কারণ হতে পারে, তা প্রতিহত করতে উল্লিখিত টসিলিজুমাব শেষ চেষ্টা হিসাবে ব্যবহার করে বহু প্রাণ রক্ষা করা গেছে। কঠোরভাবে নিয়ন্ত্রিত এই ওষুধ ব্যবহারের পূর্বে স্বাস্থ্য দপ্তরের অনুমোদন প্রয়োজন। বজ্র আঁটুনি, ফস্কা গেরো। প্রায় ১১-১২ লক্ষ টাকা মূল্যের ২৬টি ইনজেকশন প্রভাবশালী চক্রের মাধ্যমে চুরি হয়েছে। মেডিকেল কলেজ হাসপাতালের সেন্ট্রাল ড্রাগ স্টোরের দায়িত্বে থাকা আধিকারিকরা সহ ঐ দুষ্ট চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গের জড়িত থাকার অভিযোগের উচ্চ পর্যায়ের তদন্ত করতে হবে এবং দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে।

ধন্যবাদান্তে
পার্থ ঘোষ, রাজ্য সম্পাদক
সিপিআই(এমএল) লিবারেশন-এর পক্ষে
২/৬/২১

খণ্ড-28
সংখ্যা-20