খবরা-খবর
গাইঘাটায় নকশালবাড়ি দিবস পালন
Naxalbari Day is celebrated

গত ২৫ মে ৫৪তম নকশালবাড়ি দিবস পালন করা হলো গাইঘাটা ব্লকে ঢাকুরিয়া পার্টি অফিসে। কৃষক আন্দোলনের বীর শহীদদের জানাই লাল সেলাম, দেশ জুড়ে কোভিড গণহত্যার জন্য দায়ী মোদি সরকার ধ্বংস হোক, স্লোগান তুলে পতাকা অর্ধনমিত করা হয়। তারপর পার্টি অফিসে বসে আজকের দিনের নকশালবাড়ি আন্দোলনের তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। পার্টির আহবানে মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়? আলোচনা শুরু হয়। সেদিনের নকশালবাড়ি, সিপিআই(এমএল) পার্টি গঠন, কমরেড চারু মজুমদার এর ভূমিকা, এবং বিহার বিধানসভা নির্বাচন ও পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন নিয়ে পাটির গুরুত্বপূর্ণ ভূমিকা, কমিউনিস্ট আন্দোলনে সিপিএমের রাজনীতির সাথে আমাদের রাজনীতির সংগ্রাম এক নতুন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে - সংক্ষিপ্ত এই আলোচনার কোভিড পরিস্থিতি নিয়ে কয়েকজন কমরেড তাদের অভিজ্ঞতার কথা বলেন। ঢাকুরিয়া, চাঁদপাড়া, বকচারা, ফুলসড়া সহ বহু গ্রামে কোভিড আক্রান্ত হয়ে মানুষের মৃত্যুর খবর জানা গেছে। সাহিত্যিক সুরঞ্জন প্রামাণিক এর কাছ থেকে তার বোন রিনা মজুমদার কোভিড আক্রান্তের খবর পেয়ে তাকে চিকিৎসার জন্য বনগাঁ হসপিটালে ভর্তি করা হয়, পরে তিনি মারা যান। বহু মানুষ চাঁদপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে টিকা পাবার জন্য কোভিড পরীক্ষার জন্য যাচ্ছেন কিন্তু সেখানে অতিরিক্ত ভিড় এবং ঠিকানা পেয়ে মানুষ ফিরে আসছে। এই পরিস্থিতিতে আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য গ্রামীণ উপ-স্বাস্থ্য কেন্দ্রগুলোতে টিকা ও কোভিড পরীক্ষার উপসর্গ সংগ্রহ করার উপর জোর দেওয়ার জন্য চেষ্টা করা দরকার। পার্টির নেতৃত্বের কয়েকজন আলোচনা করে বিএমওএইচ-এর নিকট প্রতিনিধি ডেপুটেশনের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর ২৪ মে, ডেপুটেশন হয়।

নকশালবাড়ি দিবসে অংশগ্রহণ করেন – কমরেড কমল কর্মকার, চম্পালতা প্রামানিক, বাচ্চু বিশ্বাস, হিমাংশু বিশ্বাস, সুবোধ দাস, শচীন রায়, কৃষ্ণপদ প্রামানিক।

খণ্ড-28
সংখ্যা-20