খবরা-খবর
গণপরিবহন চালুর দাবিতে কলকাতায় রাস্তায় আইসা
AISA came to the streets of Kolkata

“বড়ো লোকে গাড়ি চড়ে
গরিব লোকে হেঁটে মরে
এই অবিচার আর না !”

অবিলম্বে কোভিড বিধি মেনে সমস্ত গণপরিবহন চালু করার দাবিতে ২৫ জুন আইসা’র কলকাতা জেলা কমিটির ডাকে প্রতিবাদ দিবসে বেহালা জোনাল কমিটির উদ্যোগে বেহালা ট্রাম ডিপোতে, উত্তর কলকাতা জোনালের উদ্যোগে মৌলালীতে ও যাদবপুর ইউনিভার্সিটি ইউনিটের উদ্যোগে যাদবপুর স্টেশনে কর্মসূচি পালন করা হল। এর পাশাপাশি জেলার বিভিন্ন প্রান্তের সদস্যরা অনলাইন প্রতিবাদও জানায়। খেটে খাওয়া মানুষের যাতায়াতের ও কাজের সুবিধার্থে, কোভিড বিধি মেনে অবিলম্বে গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে। দাবি তোলা হয়,

(১) অবিলম্বে কোভিড বিধি মেনে গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে,

(২) লোকাল ট্রেন, মেট্রো, বাস, অটো, টোটো সহ সমস্ত গণপরিবহন ব্যবস্থা চালু করতে হবে,

(৩) সমস্ত শ্রমজীবী মানুষের স্বার্থে অবিলম্বে লোকাল ট্রেন চালু করতে হবে।

খণ্ড-28
সংখ্যা-24