খবরা-খবর
রাষ্ট্রদ্রোহ আইন ও মূল্যবৃদ্ধির প্রতিবাদ
Protest against sedition laws

রাষ্ট্রদ্রোহ আইন প্রত্যাহার ও হাওড়ায় হুগলি নদীর তীরে রেলের জমি বেসরকারি সংস্থাকে ঌঌ বছরের লিজ দেওয়ার নামে হস্তান্তরের প্রতিবাদে, বালি নিশ্চিন্দা তরুণ সংঘ ক্লাবের সামনে সিপিআই(এমএল) লিবারেশনের নেতৃত্বে প্রতিবাদ হয় ১৮ জুলাই।

প্রতিবাদসভার শুরুতে শ্লোগানের মধ্যে দিয়ে বিভিন্ন দাবি তোলা হয়। করোনাকালে আমাদের হারানো প্রিয়জনদের স্মরণ করা হয়। কেন্দ্রের ফ্যাসিস্ট সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রবীণ সাথী পার্থ সারথি মিত্র, দেবাশিস চ্যাটার্জি, বর্ষীয়ান নেতা অরুণ গুহ। পেট্রোপণ্যের এবং মানুষের ব্যবহৃত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এলাকার মানুষকে বৃহত্তর আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান। প্রতিবাদসভায় সংগীত পরিবেশন করেন গণসাংস্কৃতিক বন্ধুরা। সমগ্র সভা পরিচালনা করেন মাধব মুখার্জী। করোনাকালে এলাকার মানুষকে ভালো থাকা, সুস্থ থাকা এবং মানুষের জন্য মানুষের পাশে থাকা, মানুষের অধিকার আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

খণ্ড-28
সংখ্যা-27