খবরা-খবর
কাশিপুর-বরানগরের গণহত্যার ৫০ বছর পূর্তি
50th anniversary of Kashipur

কাশিপুর-বরানগরের গণহত্যার ৫০ বছর পূর্তি দিবসে ১৩ আগস্ট মেদিনীপুর শহরে ‘২১-এর ডাকে’ প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে আওয়াজ ওঠে গণহত্যার বিচার চাই। একইসঙ্গে বিচার চাওয়া হয় ফাদার স্ট্যানের পুলিশ হেফাজতে হত্যার। বিচার চাওয়া হয় জঙ্গলমহলের ৫০ জন আদিবাসী যুবক যারা দীর্ঘদিন বিনা বিচারে জেলে আটক আছে তাদের মুক্তির। কেন্দ্রের বিজেপি সরকার রেশনে আধার সংযুক্তির মধ্য দিয়ে রেশন ব্যাবস্থা তুলে দিয়ে এবং নতুন কৃষি আইন পাশ করিয়ে দেশের জমি সহ পুরো খাদ্য বাজারটা আদানি-আম্বানির মতো কর্পোরেটদের হাতে তুলে দিতে চাইছে।

এর বিরুদ্ধে সারা দেশের কৃষক দিল্লীর বুকে আটমাস-ব্যাপি যে অবস্থান আন্দোলন করছে তার প্রতি পুরো সমর্থন জানানো হয়। কবি-সাহিত্যিক-সাংবাদিক সহ সাধারণ মানুষের প্রতিবাদী কন্ঠস্বরকে দমন করে ব্রিটিশ উপনিবেশকালের রাজদ্রোহী আইনের মতো ইউএপিএ চালু রেখে বিজেপির স্বাধীনতার ৭৫ বছর পালন করার কোন নৈতিক অধিকার নেই। বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার সব বিষয়ে বিভাজনের রাজনীতি কায়েম করার চেষ্টা করছে। এমনকি একশো দিনের কাজেও বিভাজনের নীতি এনেছে। ২০০৬ সালের বন-আইন বদলে আদিবাসীদের উচ্ছেদ করে বনের জমি কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এই সভা থেকে কর্পোরেটদের দালাল বিজেপিকে হটানোর ডাক দেওয়া হয়। সভায় বক্তব্য রাখেন আদিবাসী অধিকার ও বিকাশ মঞ্চের মঙ্গল মুর্মু, বাংলা পক্ষ’র আলোকরঞ্জন চক্রবর্তী, এসসি-এসটি স্বাধীকার মঞ্চের শোভন পাল, ছাত্র কর্মী নিস্বর্গ মাহাতো এবং সিপিআই(এমএল) রাজ্য কমিটি সদস্য বাবলু ব্যানার্জি। এছাড়া কবিতা পাঠ করেন রাণা। সভা পরিচালনা করেন শৈলেন মাইতি। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র নেতা সৌমায়ন, রাজদীপ এবং অন্যান্যরা, এপিডিআর’এর বাণীকান্ত বারিক পৌর আন্দোলনের নেতা তপন মুখার্জী।

খণ্ড-28
সংখ্যা-31