খবরা-খবর
কর্পোরেট কোম্পানিগুলো ভারত ছাড়ো
companies leave India

কৃষি ও কৃষক বিরোধী কেন্দ্রীয় সরকারের নয়া কৃষি আইনের বিরোধিতায়, দিল্লীতে আন্দোলনকারী কৃষকদের যৌথ মঞ্চ সংযুক্ত কিষাণ মোর্চা ও অখিল ভারতীয় কিষাণ সংঘর্ষ সমন্বয় সমিতির ডাকে দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালিত হল। বিভিন্ন রাজ্যের ব্লকে ও গ্রামে সরকারি দপ্তরের সামনে দেশের হাজার হাজার জায়গায় স্থানীয় কৃষক, মজদুর ও সাধারণ মানুষ একত্রিত হয়ে মোদী সরকারের কৃষি বিরোধী ও জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন। আওয়াজ ওঠে “কৃষি আইন বাতিল করো, কর্পোরেট কোম্পানিগুলো ভারত ছাড়ো”। পশ্চিমবঙ্গেও বিভিন্ন জেলার ব্লকে ব্লকে একইভাবে বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। রাজ্যের বিভিন্ন কৃষক সংগঠন, মজদুর সংগঠন, বিভিন্ন গণসংগঠন ও মহিলা সংগঠন এইসব বিক্ষোভ সমাবেশে যোগদান করে।

এই উপলক্ষে আজ ৯ আগস্ট কলকাতার মৌলালীর মোড়ে এআইকেএসএসসি পশ্চিমবঙ্গ শাখার পরিচালনায় বিক্ষোভ সমাবেশ হয়। রাজ্যের বিভিন্ন কৃষক সংগঠন তাদের সদস্য সমর্থক সহ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দেন। এছাড়াও বহু সামাজিক সংগঠন, গণসংগঠন, ছাত্র সংগঠন, কবি, লেখক, শিল্পী, নাট্যকর্মী স্বতস্ফূর্তভাবে এই কর্মসূচিতে যোগদান করে তাদের সংহতি জানিয়ে যান। বিভিন্ন মহিলা সংগঠন ও তাদের সদস্য সমর্থকদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এআইকেএসসিসি’র সঞ্জয় পুততুণ্ড, কার্তিক পাল, সমীর পুততুন্ড, অভীক সাহা, সুশান্ত ঝা, দিলীপ পাল, ফরিদ মোল্লা, দাউদ গাজী, প্রভাত মজুমদার, মিহির পাল ও অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। মহিলা সংগঠনের তরফ থেকে বক্তব্য রাখেন ইন্দ্রাণী দত্ত, শিখা সেন, তপতী চ্যাটার্জি, ডঃ রত্না পাল, ভাস্বতী ঘোষ ও অন্যান্য নেত্রীরা। শ্রমিক সংগঠনদের তরফ থেকে বক্তব্য রাখেন হারান বিশ্বাস, বাসুদেব বসু ও দেবাঞ্জন চক্রবর্তী।

- সারা ভারত কৃষক সংগ্রাম সমন্বয় কমিটি (এআইকেএসসিসি)
পশ্চিমবঙ্গ শাখার অন্তর্ভুক্ত ২১টি কৃষক সংগঠনের পক্ষে,
অমল হালদার এবং কার্তিক পাল

খণ্ড-28
সংখ্যা-30