বিবৃতি
এপিডিআর-এর রাজ্য সম্মেলনকে বিপর্যস্ত করার চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার হোন
APDR's state conference

গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির (এডিপিআর) ২ দিনব্যাপী ২৮তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল হুগলী জেলার শেওড়াফুলিতে। সম্মেলনের প্রস্তুতি কাজ চূড়ান্ত হওয়ার পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোভিড-নিরাপত্তার অজুহাত তুলে সম্মেলনের অনুমতি খারিজ করা হয়েছে। সম্মেলনের জন্য ১ অক্টোবর পুলিশ প্রশাসনকে জানানো হয়েছিল।

বাংলার বুকে প্রাচীনতম অধিকার রক্ষা সংগঠন এপিডিআর বিগত ৫০ বছর ধরে সমস্ত রকম সরকারের স্বৈরাচারী প্রক্রিয়া ও সিদ্ধান্তের বিরুদ্ধে নিরন্তর লড়াই চালিয়ে গণতান্ত্রিক ও নাগরিক অধিকার রক্ষা আন্দোলনকে মান্যতায় প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।

এমন একটি মর্যাদাসম্পন্ন সংগঠনের গণতান্ত্রিক পদ্ধতিতে আয়োজিত সম্মেলনকে বিপর্যস্ত করতে মমতা সরকারের এই হীন ষড়যন্ত্রের আমরা তীব্র বিরোধিতা করি এবং প্রস্তাবিত সম্মেলনকে আনুষ্ঠানিকভাবে অনুমতি প্রদানের দাবি জানাই।

২৩ অক্টোবর এক প্রেস বিবৃতিতে উপরোক্ত বক্তব্য রেখেছেন সিপিআই(এমএল) লিবারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার।

খণ্ড-28
সংখ্যা-37