বিবৃতি
বাংলাদেশে সাম্প্রদায়িক হিংসা প্রসঙ্গে সিপিআই(এমএল) কেন্দ্রীয় কমিটি
Violence in Bangladesh

(১৮ অক্টোবর ২০২১ এই বিবৃতি দেওয়া হয়)

বাংলাদেশে সংখ‍্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক জিঘাংসা চলছে তাতে সিপিআই(এমএল) গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশের হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সংকীর্ণ সাম্প্রদায়িক শক্তি হিংস্র আক্রমণ চালানোর উপলক্ষ‍্য বানিয়েছে এবং ইতিমধ‍্যেই অনেকগুলি জেলাতে এই হামলা ছড়িয়ে পড়েছে ও তাতে বেশ কয়েকজন মারা গেছেন। অপরাধীদের খুঁজে বার করে শাস্তি দেওয়ার যে ঘোষণা বাংলাদেশ সরকার করেছে তাকে আমরা স্বাগত জানাই। সেই সাথে আমরা দাবি জানাচ্ছি, বাংলাদেশের সংখ‍্যালঘু হিন্দু সম্প্রদায় যাতে আর নিরাপত্তাহীনতা ও প্রান্তিকীকরণের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে।

সাম্প্রদায়িক হিংসায় আক্রান্ত মানুষদের পাশে দাঁড়িয়ে এবং উপমহাদেশের সমন্বয়বাদী সংস্কৃতি রক্ষায় বাংলাদেশের বামপন্থী দলগুলি এবং বাংলাদেশের মানুষ যেভাবে সক্রিয় হয়েছেন এবং বিবিধ কর্মসূচি সংগঠিত করেছেন তাকে আমরা সংহতি ও অভিনন্দন জানাই। বাংলাদেশের সাম্প্রদায়িক হত‍্যার বিরুদ্ধে ঐক‍্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে ভারত ও বাংলাদেশের সকল শান্তিকামী মানুষের কাছে আমরা আবেদন জানাচ্ছি, আবেদন জানাচ্ছি এই উপমহাদেশের সমস্ত সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করতে। বাংলাদেশের এই দুর্ভাগ‍্যজনক ঘটনাকে হাতিয়ার করে ভারতের সামাজিক পরিবেশকে বিষিয়ে তুলতে দেওয়া যাবে না, ভারতের সংখ‍্যালঘু মুসলমান সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তাকে খর্ব করতে দেওয়া যাবে না।

- কেন্দ্রীয় কমিটি, সিপিআই(এমএল) লিবারেশন

খণ্ড-28
সংখ্যা-37