কমরেড সুভাষ রাজবংশীর স্মরণসভা
Commemoration meeting

কমরেড সুভাষ রাজবংশী গত ২৪ সেপ্টেম্বর প্রয়াত হন। দৃঢ়চেতা আজীবন কমিউনিস্ট সুভাষ রাজবংশীর স্মরণসভা ২৪ অক্টোবর হুগলি জেলার বলাগড় ব্লক কমিটির পক্ষ থেকে অনুষ্ঠিত হয়।

কিশোর বয়সে ছয়ের দশকের খাদ্য আন্দোলনে যোগদানের মধ্যে দিয়ে তিনি বাম আন্দোলনে যুক্ত হন। এরপর দীর্ঘ ৫০ বছর তিনি কমিউনিস্ট তথা বাম গণতান্ত্রিক আন্দোলন থেকে কখনও বিচ্যুত হননি। জরুরি অবস্থার সময় কংগ্রেসী গুন্ডারা তুলে নিয়ে গিয়ে শারীরিক অত্যাচার চালায় এবং মারা গেছে মনে করে স্থানীয় মেদগাছি বাজারে ফেলে দিয়ে চলে যায়। এলাকায় সকল মানুষের শ্রদ্ধা ও ভালোবাসার জন ছিলেন সমাজসেবী ও জন দরদী সুভাষ রাজবংশী। ১৯৯৮ সালে তিনি একঝাঁক সহযোদ্ধাকে নিয়ে সিপিআই(এম) ছেড়ে সিপিআই(এমএল)-এ যোগদান করেন এবং জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন সিপিআই(এমএল)-এর একনিষ্ঠ কর্মী। তাঁর স্মরণ সভায় সুভাষদার সংগ্রামী জীবনের নানা কথা উঠে আসে, তাঁর দুই পুত্র শুভেন্দু ও সুখেন্দু, পার্টির জেলা সম্পাদক প্রবীর হালদার, কৃষক সংগঠক তপন বটব্যাল, ব্যান্ডেল কাটোয়া সংগ্রামী হকার্স ইউনিয়নের সংগঠক নারায়ণ দেবনাথ ও অন্যান্য বক্তাদের কণ্ঠে। শোকপ্রস্তাব পাঠ করেন শোভা ব্যানার্জি। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইকে জোরদার করা ও কমরেড সুভাষ রাজবংশীর অসমাপ্ত কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার শপথ গ্রহণের মধ্যে দিয়ে বলাগড় ব্লক সম্পাদক তথা সভার সঞ্চালক শেখ আনারুল সভার কাজের সমাপ্তি ঘোষণা করেন।

খণ্ড-28
সংখ্যা-37