প্রয়াত কমরেড শ্যামাপদ রায়

Roy passed away

Comrade Shyamapadaগত ১৩ অক্টোবর পূর্ব বর্ধমান জেলায় আমাদের সকলের প্রিয় কমরেড শ্যামাপদ রায় প্রয়াত হয়েছেন। কষ্টকর দীর্ঘ রোগভোগের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। সিপিআই(এমএল) বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে কুনাল বক্সী ও শ্রীকান্ত রাণা মরদেহে মাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। আমরা হারালাম এক একনিষ্ঠ কমিউনিস্ট ক্যাডারকে। ১৯৭০ সাল থেকে স্কুল জীবনে কমরেড সুনীল বসুর সাথেই পার্টি রাজনীতিতে যোগ দেন। রায়না থানা এলাকায় পার্টির সংগঠন গড়ে তুলতে অনেক অত্যাচার ও দমন-পীড়ন সহ্য করেন। সমস্ত জেলা ও রাজ্য কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিতেন। তাঁর বাড়ি পার্টির সেল্টার ও প্রয়োজনে অফিসে পরিণত করেন। একসময় ছোট ছোট গ্রুপগুলোকে জেলায় যোগাযোগ করার এক যোগসূত্রের কাজ করেন। আমরা তাঁকে রায়না থানা এলাকার পার্টি নেতা হিসেবে চিনতাম। কৃষক সংগঠন গড়ে তোলার প্রথম পর্যায়ে পশ্চিমবঙ্গ কৃষক সমিতির জেলা সভাপতি ছিলেন। বেশ কিছুদিন পার্টির জেলা কমিটির সদস্য ছিলেন। পার্টির যে কোনও দায়িত্ব হাসিমুখে সামলেছেন। জনগনের প্রতি ছিল গভীর মমত্ববোধ। একনামে তাঁকে রায়নায় সকলেই চিনতেন। বাম আন্দোলনের এক অগ্রণী যোদ্ধা হিসেবে তার নাম স্মরণীয় হয়ে থাকবে।

তাঁর স্ত্রী, মেয়ে, জামাই ও ভাই-এর প্রতি পার্টির পক্ষ থেকে সমবেদনা জানানো হয়েছে।

কমরেড শ্যামাপদ রায় অমর রহে, লাল সেলাম।

খণ্ড-28
সংখ্যা-37